Sania Mirza: ফের কি বিয়ে করতে চলেছেন সানিয়া মির্জা? টেনিস সুন্দরীর ভাইরাল পোস্ট ঘিরে জোর জল্পনা

Last Updated:
Sania Mirza: সানিয়া মির্জার একটি পোস্ট ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন তাহলে ফের নিজের জীবন নতুন করে শুরু করতে চলেছেন টেনিস সুন্দরী? ফের কী বিয়ে করতে চলেছেন সানিয়া।
1/6
শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের ধাক্কা সামলে ঘুড়ে দাঁড়িয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। ছেলে ইজহানকে নিয়ে এসেছেন ভারতেও। এমনকী নিজের কাজের জগতে ফিরেছেন সানিয়া মির্জা।
শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের ধাক্কা সামলে ঘুড়ে দাঁড়িয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। ছেলে ইজহানকে নিয়ে এসেছেন ভারতেও। এমনকী নিজের কাজের জগতে ফিরেছেন সানিয়া মির্জা।
advertisement
2/6
টেনিসকে বিদায় জানালেও টেনিসের প্রতি টানে গত সপ্তাহেই অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন সানিয়া মির্জা। সেই ছবিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
টেনিসকে বিদায় জানালেও টেনিসের প্রতি টানে গত সপ্তাহেই অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন সানিয়া মির্জা। সেই ছবিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
advertisement
3/6
তবে সানিয়া মির্জার একটি পোস্ট ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন তাহলে ফের নিজের জীবন নতুন করে শুরু করতে চলেছেন টেনিস সুন্দরী? ফের কী বিয়ে করতে চলেছেন সানিয়া। (ছবি সৌঃ সানিয়ে মির্জা ইনস্টাগ্রাম)
তবে সানিয়া মির্জার একটি পোস্ট ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন তাহলে ফের নিজের জীবন নতুন করে শুরু করতে চলেছেন টেনিস সুন্দরী? ফের কী বিয়ে করতে চলেছেন সানিয়া। (ছবি সৌঃ সানিয়ে মির্জা ইনস্টাগ্রাম)
advertisement
4/6
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ৩টি ছবি শেয়ার করেছেন সানিয়া মির্জা। যেখানে তাঁকে সিল্কের গোলাপি একটি শার্ট এবং ক্রিম ট্রাউজার্স পরে নানা পোজে ছবি তুলেছেন ভরতীয় টেনিস সুন্দরী।   (ছবি সৌঃ সানিয়ে মির্জা ইনস্টাগ্রাম)
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ৩টি ছবি শেয়ার করেছেন সানিয়া মির্জা। যেখানে তাঁকে সিল্কের গোলাপি একটি শার্ট এবং ক্রিম ট্রাউজার্স পরে নানা পোজে ছবি তুলেছেন ভরতীয় টেনিস সুন্দরী। (ছবি সৌঃ সানিয়ে মির্জা ইনস্টাগ্রাম)
advertisement
5/6
কিন্তু পোস্টের ক্যাপশন ঘিরেই যাবতীয় জল্পনা। কারণ ক্যাপশনে সানিয়া মির্জা লিখেছেন,'রোদ এবং একটু গোলাপী রঙ দিয়ে সবকিছুই সম্ভব'। যেই পোস্ট ইতিমধ্যেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে।  (ছবি সৌঃ সানিয়ে মির্জা ইনস্টাগ্রাম)
কিন্তু পোস্টের ক্যাপশন ঘিরেই যাবতীয় জল্পনা। কারণ ক্যাপশনে সানিয়া মির্জা লিখেছেন,'রোদ এবং একটু গোলাপী রঙ দিয়ে সবকিছুই সম্ভব'। যেই পোস্ট ইতিমধ্যেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে। (ছবি সৌঃ সানিয়ে মির্জা ইনস্টাগ্রাম)
advertisement
6/6
তবে এই 'সব কিছুই সম্ভব' কথার মধ্যেই নানারকম মানে খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। কেউ খুঁজে পাচ্ছেন কঠিন সময়ে আত্মবিশ্বসা আবার কেউ মনে করছে তাহলে কি নতুন করে সংসার পাততে চলেছেন সানিয়া? যদিও সানিয়ে কোনও মুখ খোলেননি।   (ছবি সৌঃ সানিয়ে মির্জা ইনস্টাগ্রাম)
তবে এই 'সব কিছুই সম্ভব' কথার মধ্যেই নানারকম মানে খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। কেউ খুঁজে পাচ্ছেন কঠিন সময়ে আত্মবিশ্বসা আবার কেউ মনে করছে তাহলে কি নতুন করে সংসার পাততে চলেছেন সানিয়া? যদিও সানিয়ে কোনও মুখ খোলেননি। (ছবি সৌঃ সানিয়ে মির্জা ইনস্টাগ্রাম)
advertisement
advertisement
advertisement