মেরি কমকে স্পর্শ করলেন নিখাত জারিন, ভারতের মেয়ের হাত ধরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তৃতীয় সোনা
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
দিল্লি: একটা সময় মেরি কমের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তিনি। তখন সেটা ভালো চোখে গ্রহণ করেনি কেউ। কিন্তু সময় বদলেছে, চিত্রনাট্য বদলেছে। নিখত জারিন প্রমাণ করে দিয়েছেন মেরি কমের যোগ্য উত্তরসূরি তিনি। রবিবার নিখাতের ঘুসিতে কুপোকাত ভিয়েতনামের বক্সার। আবার তিরঙ্গা উড়ল বক্সিং রিংয়ে। আপার কাট, লোয়ার কাট, জ্যাব, হুক মেরে ঘায়েল করে দিলেন প্রতিপক্ষকে।
শনিবার নীতু ঘাঙ্ঘাস, সুইটি বোরা সোনা এনে দিয়েছিলেন ভারতকে। রবিবার তৃতীয় সোনা দিলেন এনে জ়ারিন। ফাইনালে ভিয়েতনামের গুয়েন থি তামকে ৫-০ ব্যবধানে হারান জ়ারিন। প্রথম থেকেই বিপক্ষকে চাপে রেখেছিলেন তিনি। থি তাম কিছুটা লড়াই করার চেষ্টা করলেও লাভ হয়নি। জ়ারিনের দ্বিতীয় বার সোনা জেতার পথে বাধা হয়ে উঠতে পারেননি তিনি।
advertisement
Wow!🥇🇮🇳✌🏼✌🏼✌🏼Nikhat Zareen does it again ! Clinches the gold by defeating Nguyen Thi Tam of Vietnam by 5⃣-0⃣ in IBA Women's World Boxing Championship 2023. That’s a consecutive gold for Nikhat and 3rd 🥇for 🇮🇳 in this Championship! Congratulations World Champion @nikhat_zareen… pic.twitter.com/sd8949QXgq
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) March 26, 2023
advertisement
advertisement
দ্বিতীয় বার সোনা জিতে তিনি প্রমাণ করে দিয়েছেন, সমাজের বিভিন্ন প্রতিবন্ধকতাকে পার করেও বিশ্বমঞ্চে সফল হওয়া যায়। মেরি কমের পর তিনিই দ্বিতীয় ভারতীয় মহিলা, যিনি একাধিক বার বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতলেন। জ়ারিন প্রথমে বেছে নিয়েছিলেন অ্যাথলেটিক্স।
স্প্রিন্টে রাজ্য চ্যাম্পিয়নও হয়েছেন। তবে কাকার পরামর্শে বক্সিংয়ে আসেন। কাকা সামসামুদ্দিনের দুই ছেলেই ছিলেন বক্সার। ফলে অনুপ্রাণিত হওয়ার জন্য পরিবারের বাইরে অন্য কাউকে দেখার দরকার কোনও দিন পড়েনি। ১৪ বছরেই যুব বিশ্ব বক্সিংয়ে জেতেন তিনি। গত বছর কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন জ়ারিন। সারা দেশ থেকে শুভেচ্ছা পাচ্ছেন জারিন। তিনি এখন ভারতীয় মহিলা বক্সিংয়ের সবচেয়ে বড় বিজ্ঞাপন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 26, 2023 7:59 PM IST