নেইমারের বিশাল চোট! আবার প্রশ্নের মুখে ব্রাজিল তারকার ফুটবল জীবন
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Neymar forced off the field after twisting his right ankle for PSG against Lille. নেইমারের বিশাল চোট! আবার প্রশ্নের মুখে ব্রাজিল তারকার ফুটবল জীবন
প্যারিস: কাতার বিশ্বকাপের সময় পায়ে চোট লেগে ছিটকে গিয়েছিলেন তিনি। পরে অবশ্য ফিরে এসেছিলেন। কিন্তু ব্রাজিলকে চ্যাম্পিয়ন করতে পারেননি। আসলে নেইমার মেসি এবং রোনাল্ডোর থেকে অনেক পিছিয়ে থাকবেন শুধু এই অতিরিক্ত চোট সমস্যায় ভোগার জন্য। বোনের জন্মদিনটা আসলেই নেইমারের কিছু একটা ঘটবেই। হয় গুরুত্বপূর্ণ কোনো খেলা থাকবে, নয়তো তিনি ইনজুরিতে পড়ে হাসপাতালের বিছানায় শুয়ে থাকবেন।
গত ১০টি বছর ধরেই ঘটছে এমন। শুধুমাত্র ২০২২ সালে বোনের জন্মদিনে পিএসজির হয়ে বোর্দক্সের বিপক্ষে খেলেছিলেন নেইমার। এবারও ঠিক বোনের জন্মদিনের ঠিক আগে অভিশাপটা আবার পড়ল নেইমারের ওপর। রোববার রাতে লিলের বিপক্ষে খেলতে নেমে গোড়ালির ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন তিনি। স্ট্রেচারে করেই তাকে মাঠের বাইরে নিয়ে যেতে হয়।
advertisement
advertisement
লিলের বিপক্ষে পিএসজির হয়ে দ্বিতীয় গোলটি করেছিলেন নেইমার। ম্যাচের ৫১তম মিনিটেই গোড়ালির ইনজুরিতে পড়েন তিনি। ডান পায়ের গোড়ালি মচকে যায়। ঠিক যেভাবে বিশ্বকাপের প্রথম ম্যাচে গোড়ালি মচকে গিয়েছিলো, সেভাবেই লিলের বিপক্ষে গোড়ালি মচকে গেছে নেইমারের। ব্রাজিলিয়ান এই তারকার ইনজুরিতে পড়ার কারণে পিএসজি সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ।
Kylian Mbappé: “I was never attacking or pointing the finger at Neymar when I mentioned we need to eat & sleep well”. 🔴🔵 #PSG “I hope Neymar’s injury is not serious, I hope he returns soon — we need him with us”. pic.twitter.com/1dp0xzco33
— Fabrizio Romano (@FabrizioRomano) February 19, 2023
advertisement
কারণ, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচে বায়ার্নের বিপক্ষে নেইমার খেলতে পারবেন কি না সে শঙ্কা দেখা দিয়েছে। ৮ মার্চ নিজেদের মাঠে ফিরতি লেগের ম্যাচে জার্মান জায়ান্ট ক্লাবটির মুখোমুখি হবে পিএসজি।পিএসজি রোববার শেষ দিকে জানিয়েছে, নেইমারের ইনজুরির স্থানে স্ক্যান করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে গোড়ালিতে কোনো ফ্র্যাকশ্চার হয়নি।
তবে মচকে যাওয়ার কারণে ফুলে রয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে আরও একটি স্ক্যান করা হবে। এরপর বোঝা যাবে তার প্রকৃত কী অবস্থা এবং কবে মাঠে ফিরতে পারবেন আবার। নেইমার কেন বারবার এত চোট পান এটাও একটা প্রশ্ন। বড় ফুটবলাররা কিভাবে চোট এড়িয়ে থাকতে হয় সেই কায়দাও জানেন।
advertisement
নেইমারের মেজাজ এবং পার্টি করার মনোভাব তাকে আরও পিছিয়ে দিচ্ছে দিন দিন। বলতেই হবে নিজের প্রতিভা অনুযায়ী শেষ কয়েক বছর মেলে ধরতে পারেনি ব্রাজিল তারকা। চোট তার অন্যতম কারণ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 20, 2023 2:00 PM IST