দরাজ হস্ত বিসিসিআই , বিরাট-ধোনিদের নির্বাচকদের বেতনের অঙ্ক শুনলে চমকে যাবেন

Last Updated:

টাকা দেওয়ার ক্ষেত্রে দরাজহস্ত বিসিসিআই ৷ মাস খানেক আগেই ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের বার্ষিক চুক্তির অঙ্ক বিশালভাবে বাড়ানো হয়েছিল ৷

#নয়াদিল্লি: টাকা দেওয়ার ক্ষেত্রে দরাজহস্ত বিসিসিআই ৷ মাস খানেক আগেই ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের বার্ষিক চুক্তির অঙ্ক বিশালভাবে বাড়ানো হয়েছিল ৷ এবার সেই তালিকায় ঢুকে পড়লেন বোর্ডের নির্বাচক, আম্পায়র এমনকি কিউরেটরদের বেতনও ৷
সাবা করিমের নেতৃত্বে বোর্ডের ক্রিকেট প্রশাসনিক বোর্ড এই বেতনবৃদ্ধিতে সবুজ সংকেত দিয়েছে ৷ সিওএ-র থেকে ছাড়়পত্র পাওয়ার পরই ঠিক হয়েছে প্রধান নির্বাচক এমএসকে প্রসাদদের বেতন বাড়ানো হোক ৷
advertisement
এদিকে এই বেতন বাড়ানোর পরেও নাটক শুরু হয়ে গেছে ৷ সিওএ-র এই সিদ্ধান্ত নিয়ে নাকি কিছুই জানেন না বোর্ডের কার্যনির্বাহী কোষাধক্ষ্য অনিরুদ্ধ চৌধুরি ৷ এদিকে নির্বাচকদের বেতন বৃদ্ধির নাটকে আরও একটি অঙ্ক রয়েছে ৷ এই মুহূর্তে প্রসাদ বছরে ৮০ লক্ষ টাকা ও বাকি নির্বাচকর ৬০ লক্ষ টাকা পান ৷ যতীন পারঞ্জপে ও গগন খোডার নিযুক্তি বোর্ডের বার্ষিক সাধারণ সভায় পাস না করিয়েই হয়ে গেছে ৷ এদিকে বোর্ডের বার্ষিক সভায় পাস হওয়া নির্বাচকরা হলেন দেবাং গান্ধী ও শরণদীপ সিং ৷ তাই এঁদের পরিশ্রম বেশি হওয়া সত্বেও একই বেতন পাচ্ছেন ৷ এই নিয়ে বোর্ডের একটা অংশ বেশ রেগে ৷
advertisement
নতুন বেতনক্রমে প্রধান নির্বাচকের বেতন বেড়ে হবে ১ কোটি টাকা এবং বাকিদের বেড়ে হবে ৭৫- ৮০ লক্ষ টাকা ৷ এদিকে আম্পায়রদের ক্ষেত্রেও বেতন বেড়ে দ্বিগুণ হতে চলেছে ৷ একইভাবে ভিডিও অ্যানালিস্ট ও ম্যাচ রেফারিদের বেতন বৃদ্ধি পাবে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
দরাজ হস্ত বিসিসিআই , বিরাট-ধোনিদের নির্বাচকদের বেতনের অঙ্ক শুনলে চমকে যাবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement