মেসি, ইনিয়েস্তাদের হাত ধরে বিশ্বকাপের মাঠে হাজির থাকবেন বাঙালিরাও, জেনে নিন কাহিনী

Last Updated:
#ঢাকা : লিওনেল মেসি থেকে মেসুট ওজিল কিম্বা আন্দ্রে ইনিয়েস্তা সকলেই আলাদা দেশের ফুটবলার ৷ বিশ্বকাপের মঞ্চে এঁরা সকলেই মাঠ কাঁপাবেন এটাই মিল ভাবছেন তো ৷ না এর চেয়েও বেশি আরও একটা কারণ রয়েছে যা এঁদের মিল ঘটাবেন ৷
রাশিয়া বিশ্বকাপে হাজির বাংলাদেশ ৷ না শুধু ক্রীড়াপ্রেমী ফ্যানরা বিশ্বকাপ দেখতে যাবেন এমনটা নয় ৷ এ একেবারে সরাসরি মাঠে হাজির থাকা ৷ তাও আবার বাঙালিদের হাতের উপস্থিতি ৷
Photo Courtesy - Adiddas Photo Courtesy - Adiddas
advertisement
আর্জেন্টিনা ,জার্মানি, স্পেনের মত একাধিক দেশের ক্রীড়া সরঞ্জাম স্পনসর বহুজাতিক সংস্থা অ্যাডিডাস ৷ সেই সংস্থার অধীনে বাংলাদেশ থেকে কাজ করা কারিগরদের হাতেই তৈরি হয়েছে দলের প্লেয়ারদের জ্যাকেট, জার্সি ৷ তাদের সেই পোশাকে লেখাও থাকবে ম্যানুফ্যাকচারার দেশের নাম অর্থাৎ বাংলাদেশ ৷
advertisement
ীী
চট্রগ্রামের কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে তৈরি হয়েছে আর্জেন্টিনা, জার্মানি, স্পেনস বেলজিয়াম, কলম্বিয়া, মেক্সিকো ও রাশিয়া –র অফিসিয়াল জ্যাকেট ৷
বাংলাদেশের ফিফা র‌্যাঙ্কিং ১৯৭, বিশ্বকাপের মঞ্চে খেলার স্বপ্ন অদূর ভবিষ্যতে পূরণ হওয়ার স্বপ্ন অতিবড় সমর্থকও দেখেন না ৷ কিন্তু এভাবে বিশ্বসেরাদের গায়ে থেকেও যদি সেই মঞ্চে পৌঁছনো যায় তাও কি কম গর্বের ৷ সংস্থার পক্ষ থেকে সহকারি ম্যানেজার মশফিকুর রহমান জানিয়েছেন প্রতিটা জ্যাকেটেই প্রস্তুতকারক দেশ হিসেবে বাংলাদেশের ট্যাগ থাকবে ৷
advertisement
পাশাপাশি তিনি এও জানিয়েছেন প্রতিটি কর্মচারীই দারুণ উচ্ছ্বসিত যে তাঁদের হাতে তৈরি জ্যাকেট মেসি, ইনিয়েস্তাদের গায়ে থাকবে ৷ তবে এই জার্সি যাতে কোনওভাবেই খোলাবাজারে না পৌঁছয় সে বিষয়ের জন্যেই এতদিন নিশ্চুপ ছিলেন প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে সকলেই ৷ পুরো বিষয়টা ডেলিভারি হয়ে যাওয়ার পরই সামনে এসেছে এই তথ্য ৷ ওপার বাঙালিদের এই গর্বের অধ্যায়ে গর্ব অনুভব করছে এ পাড়ের বাঙালিরাও ৷
বাংলা খবর/ খবর/খেলা/
মেসি, ইনিয়েস্তাদের হাত ধরে বিশ্বকাপের মাঠে হাজির থাকবেন বাঙালিরাও, জেনে নিন কাহিনী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement