মেসি, ইনিয়েস্তাদের হাত ধরে বিশ্বকাপের মাঠে হাজির থাকবেন বাঙালিরাও, জেনে নিন কাহিনী
Last Updated:
#ঢাকা : লিওনেল মেসি থেকে মেসুট ওজিল কিম্বা আন্দ্রে ইনিয়েস্তা সকলেই আলাদা দেশের ফুটবলার ৷ বিশ্বকাপের মঞ্চে এঁরা সকলেই মাঠ কাঁপাবেন এটাই মিল ভাবছেন তো ৷ না এর চেয়েও বেশি আরও একটা কারণ রয়েছে যা এঁদের মিল ঘটাবেন ৷
রাশিয়া বিশ্বকাপে হাজির বাংলাদেশ ৷ না শুধু ক্রীড়াপ্রেমী ফ্যানরা বিশ্বকাপ দেখতে যাবেন এমনটা নয় ৷ এ একেবারে সরাসরি মাঠে হাজির থাকা ৷ তাও আবার বাঙালিদের হাতের উপস্থিতি ৷
advertisement
আর্জেন্টিনা ,জার্মানি, স্পেনের মত একাধিক দেশের ক্রীড়া সরঞ্জাম স্পনসর বহুজাতিক সংস্থা অ্যাডিডাস ৷ সেই সংস্থার অধীনে বাংলাদেশ থেকে কাজ করা কারিগরদের হাতেই তৈরি হয়েছে দলের প্লেয়ারদের জ্যাকেট, জার্সি ৷ তাদের সেই পোশাকে লেখাও থাকবে ম্যানুফ্যাকচারার দেশের নাম অর্থাৎ বাংলাদেশ ৷
advertisement
চট্রগ্রামের কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে তৈরি হয়েছে আর্জেন্টিনা, জার্মানি, স্পেনস বেলজিয়াম, কলম্বিয়া, মেক্সিকো ও রাশিয়া –র অফিসিয়াল জ্যাকেট ৷
বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং ১৯৭, বিশ্বকাপের মঞ্চে খেলার স্বপ্ন অদূর ভবিষ্যতে পূরণ হওয়ার স্বপ্ন অতিবড় সমর্থকও দেখেন না ৷ কিন্তু এভাবে বিশ্বসেরাদের গায়ে থেকেও যদি সেই মঞ্চে পৌঁছনো যায় তাও কি কম গর্বের ৷ সংস্থার পক্ষ থেকে সহকারি ম্যানেজার মশফিকুর রহমান জানিয়েছেন প্রতিটা জ্যাকেটেই প্রস্তুতকারক দেশ হিসেবে বাংলাদেশের ট্যাগ থাকবে ৷
advertisement
পাশাপাশি তিনি এও জানিয়েছেন প্রতিটি কর্মচারীই দারুণ উচ্ছ্বসিত যে তাঁদের হাতে তৈরি জ্যাকেট মেসি, ইনিয়েস্তাদের গায়ে থাকবে ৷ তবে এই জার্সি যাতে কোনওভাবেই খোলাবাজারে না পৌঁছয় সে বিষয়ের জন্যেই এতদিন নিশ্চুপ ছিলেন প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে সকলেই ৷ পুরো বিষয়টা ডেলিভারি হয়ে যাওয়ার পরই সামনে এসেছে এই তথ্য ৷ ওপার বাঙালিদের এই গর্বের অধ্যায়ে গর্ব অনুভব করছে এ পাড়ের বাঙালিরাও ৷
Location :
First Published :
May 31, 2018 8:29 PM IST