নায়ক গাকপো, ডি ইয়ং! গ্রুপ শীর্ষে থেকেই বিশ্বকাপের নকআউটে নেদারল্যান্ডস

Last Updated:

Netherlands qualifies for round of 16 as Cody Gakpo and Frenkie de Jong scores against hapless Qatar. কাতারকে হারিয়ে সহজেই বিশ্বকাপের শেষ ষোলোয় ডাচরা

কমলা ঝড়ে উড়ে গেল কাতার, সেলিব্রেশন ডি ইয়ংদের
কমলা ঝড়ে উড়ে গেল কাতার, সেলিব্রেশন ডি ইয়ংদের
নেদারল্যান্ডস - ২
কাতার - ০
#দোহা: বিশ্বকাপের সবচেয়ে অভিজ্ঞ কোচ ভ্যান গাল জানিয়ে দিয়েছেন এটাই তার শেষ কোচিং করানো। নিজের দেশ নেদারল্যান্ডসকে না পাওয়া বিশ্বকাপ দিতে চান তিনি। এক পয়েন্ট পেলেই নক-আউটে জায়গা নিশ্চিত! এই সমীকরণেই মঙ্গলবার গ্রুপ এ’র ম্যাচে কাতারের মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস। আয়োজক দেশকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য ছিল ডাচদের।
advertisement
advertisement
এদিকে, প্রথম দু’টি ম্যাচ হেরে ইতিমধ্যেই বিদায় নিশ্চিত হয়েছে কাতারের। তাই অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ফেভারিট হিসেবেই নামবে লুই ফন গলের দল। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপের মূলপর্বে উঠতে পারেনি নেদারল্যান্ডস। তবে প্রত্যাবর্তনের আসরে ভাল ছন্দে রয়েছে গুলিত-বাস্তেনের দেশ।
শুরুটা জয় দিয়েই করেছিলেন ফ্র্যাঙ্কি ডে জংরা। সেনেগালকে ২-০ ব্যবধানে হারান তাঁরা। তবে দ্বিতীয় ম্যাচে আটকে যায় ইকুয়েডরের কাছে। সেই ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী ছিল নেদরাল্যান্ডস। চলতি বিশ্বকাপে তাদের রক্ষণভাগকে বেশ জমাট দেখাচ্ছে। ভার্জিল ফন ডিক, আকেরা দারুণ ছন্দে আছেন। মাঝমাঠে ফুল ফোটাচ্ছেন ফ্র্যাঙ্কি ডে জং।
advertisement
তবে আক্রমণভাগে ভেদশক্তির অভাব স্পষ্ট। ম্যাচফিট নন মেম্ফিস ডিপে। তাঁকে পরিবর্ত হিসেবে নামাচ্ছেন ফন গল। বার্গউইন চেনা ছন্দে নেই। তবে কোডি গাকপো আক্রমণভাগে ভরসা জোগাচ্ছেন। আজ প্রথমার্ধে গাকপো বিশ্বকাপের তিন নম্বর গোল করলেন কাতারের বিরুদ্ধে। ক্লাসেনের বল ধরে জোরালো শটে।
দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে ব্যবধান বাড়িয়ে নিল ডাচ ব্রিগেড। ডিপের বল ধরে গোল করে গেলেন ডি ইয়ং। এখানেই শেষ হয়ে গেল কাতারের প্রতিরোধ। বাকি সময়টা শুধুই খেলতে হয় তাই খেলা। নিয়ম রক্ষার ম্যাচে এমনিতেও মোটিভেশন ছিল না আয়োজক দেশের।
advertisement
আল হাইডস, আফিফ, আলময়েজ আলিরা দৌড়াদৌড়ি করলেন বটে, কিন্তু সেটা নেদারল্যান্ডের মতো দলকে বিপদে ফেলার জন্য যথেষ্ট ছিল না।  আরো একটি গোল করেছিল নেদারল্যান্ডস। তবে বল হাতে লাগার কারণে বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত দাপট বজায় রেখেই ম্যাচটা শেষ করল কমলা জার্সিধারীরা।
কাতার কয়েকটা বল ধরে কাউন্টার আক্রমণ করার চেষ্টা করছিল বটে, কিন্তু ভেদ শক্তির অভাব ছিল বেশি। সম্মানের ম্যাচে ও আয়োজক দেশকে খালি হাতেই ফিরতে হল। ভ্যান গাল জানিয়ে গেলেন এই জয় আত্মবিশ্বাস দিল, কিন্তু নেদারল্যান্ডকে এখনও অনেক পরিশ্রম করতে হবে।
বাংলা খবর/ খবর/খেলা/
নায়ক গাকপো, ডি ইয়ং! গ্রুপ শীর্ষে থেকেই বিশ্বকাপের নকআউটে নেদারল্যান্ডস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement