Neeraj Chopra, World Championship : দেশের হয়ে আগামী দিনে আরও তিনটে স্বর্ণপদক টার্গেট করছেন নীরজ চোপড়া
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Neeraj Chopra targets gold medal in world championship and Commonwealth games. দেশের হয়ে আগামী দিনে আরও তিনটে স্বর্ণপদক টার্গেট করছেন নীরজ চোপড়া
তার জন্য তিনি প্রস্তুত হচ্ছেন। চলতি বছরেই ৯০ মিটাক জ্যাভলিন ছুড়ে সেই লক্ষ্যে পৌঁছতে চান হরিয়ানার এই ভূমিপুত্র। উল্লেখ্য, ২৪ বছর বয়সি এই তারকা টোকিয়ো অলিম্পিক্সে ৮৭.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন জ্যাভলিন ছুড়ে। শুটিংয়ের অভিনব বিন্দ্রার পরে তিনিই প্রথম ভারতীয় যিনি অলিম্পিক্স থেকে ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছেন।
advertisement
advertisement
নীরজ জানিয়েছেন, ৯০ মিটার ছুঁড়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক পাওয়া এবং এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমস ফের সোনা জেতা তাঁর লক্ষ্য। তিনি বলেছেন,আমি সব সময়েই বলি, এ পর্যন্ত যা করেছি, তা সেরা নয়। আমি বিশ্বাস রাখি, আগামী দিনে আরও ভাল ফল করতে পারব। দেশের মানুষ আমার উপর আস্থা রাখায় ভাল লাগে। যোগ করেছেন, দীর্ঘদিন ধরেই ৯০ মিটার ছোড়ার চেষ্টা করছি।
advertisement
আশা করছি, খুব দ্রুত ৯০ মিটার দূরত্ব অতিক্রম করতে পারব। আমার ওপর কোনও চাপ নেই। কিন্তু গতি ও শক্তিকে কাজে লাগিয়ে এ বছরেই এই সাফল্য পেতে চাই। উল্লেখ্য, নীরজের সেরা ফল ৮৮.০৩ মিটার। ভারতীয় এই অ্যাথলিটের কথায়,অলিম্পিক্সের সোনা আমার আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি আরও এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়েছে।
এবার বিশ্বচ্যাম্পিয়নশিপের পোডিয়ামে দাঁড়াতে চাই জুলাই মাসে। নীরজ পরিষ্কার জানিয়েছেন টোকিও অলিম্পিক তার কাছে প্রেরণা। কিন্তু আগামীদিনে দেশের জন্য আরও স্বর্ণপদক জিততে চান।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 19, 2022 9:30 PM IST