Asia Cup 2022 : শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপের আসর! ফের মুখোমুখি লড়াই বিরাট, বাবরদের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
2022 edition of the Asia Cup will be held in Sri Lanka from 27 August. আগস্ট থেকে শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপের আসর
#নয়াদিল্লি: ভারত এবং পাকিস্তান ক্রিকেট প্রেমীদের জন্য খবরটা আনন্দের। অস্ট্রেলিয়ার মাটিতে বছরের শেষদিকে টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার আগেই মুখোমুখি হতে পারে ভারত এবং পাকিস্তান। সেই ইঙ্গিত পাওয়া গেল। বিরাট বনাম বাবর, রোহিত বনাম শাহিন আফ্রিদি লড়াই দেখার একটা সুযোগ থাকছে ভারতীয় দর্শকদের সামনে। দু’বছর বন্ধ থাকার পর আবার ফিরতে চলেছে এশিয়া কাপ। এবারের প্রতিযোগিতা হবে শ্রীলঙ্কায়।
২৭ অগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে খেলা। তবে যোগ্যতা অর্জন পর্ব শুরু হবে ২০ অগস্ট থেকে। এবারের প্রতিযোগিতা খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। সূচি এখনও ঠিক না হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত-পাকিস্তানের। দু’বছর অন্তর হয় এই এশিয়া কাপ। ২০২০-র সেপ্টেম্বরে এই প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও করোনা অতিমারির কারণে তা বাতিল হয়ে যায়।
advertisement
advertisement
Asia Cup 2022 set to start on 27 August in Sri Lanka. pic.twitter.com/BOU0J0T7he
— Dr. Cric Point (@drcricpoint) March 19, 2022
এরপর ২০২১-এর জুনে শ্রীলঙ্কায় এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। সেটিও বাতিল হয়। ২০২২-এর এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব ছিল পাকিস্তানের। গত বছর এক বৈঠকের পর এশীয় ক্রিকেট কাউন্সিল জানায়, ২০২২-এর প্রতিযোগিতা হবে শ্রীলঙ্কায়। পাকিস্তান আয়োজন করবে পরের বছর। ১৯৮৪ সাল থেকে শুরু হওয়ার পর ১৪ বার এই প্রতিযোগিতা খেলা হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে সাত বার। শেষ দু’বারই জিতেছে তারা।
advertisement
শ্রীলঙ্কা দ্বিতীয় সফল দল। তারা এই প্রতিযোগিতা পাঁচ বার জিতেছে। পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে দুবার। এবারের এশিয়া কাপে মোট ছয়টি দল থাকবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান নিশ্চিত। ষষ্ঠ দল কুয়েত অথবা আরব আমিরশাহীর মধ্যে একটি দল। এদিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে বিসিসিআই সচিব জয় শাহর মেয়াদ আরও একটি বছর বেড়ে গিয়েছে।
advertisement
তবে ভারতীয় বোর্ড এশিয়া কাপে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের পাঠায়, নাকি রিজার্ভ বেঞ্চ পরীক্ষা করার মঞ্চ হিসেবে ব্যবহার করে সেটাই দেখার। কারণ কোচ রাহুল দ্রাবিড় কিছু তরুণ ক্রিকেটারকে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপে দেখে নিতে পারেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 19, 2022 4:51 PM IST