অলিম্পিক্সের উদ্বোধনে নেই 'সোনার ছেলে', কী করছেন নীরজ, দেখে নিন ভিডিও
- Published by:Soumendu C
- news18 bangla
Last Updated:
প্যারিস থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে তুরস্কে তিনি ব্যক্তিগত কোচের কাছে অনুশীলন নিচ্ছেন। ভারতের মোট ১১৭ জন প্রতিযোগীর মধ্যে নীরজ চোপড়ার থেকে একটি সোনা পাওয়ার জন্য মুখিয়ে আছেন গোটা ভারতবাসী।
প্যারিস: শুক্রবার শুরু হচ্ছে অলিম্পিক্স। আগামী কিছুদিন ধরে বিশ্বজুড়ে সবার চোখ থাকবে এই “গ্রেটেস্ট শো অন আর্থ”- এর উপর। কিন্তু, এই প্রতিযোগীদের ভিড়ে ভারতের হয়ে কিন্তু এখনও ফ্রান্সেই পৌঁছান নি নীরজ চোপড়া। বিশ্বের অন্যতম সেরা জ্যাভলিন থ্রোয়ার এই ভারতীয় আপাতত রয়েছেন ফ্রান্স থেকে বহুদুরে তুরস্কে। গত টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ এখন নিজেকে ডুবিয়ে রেখেছেন কঠোর অনুশীলনে।
প্যারিস থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে তুরস্কে তিনি ব্যক্তিগত কোচের কাছে অনুশীলন নিচ্ছেন। ভারতের মোট ১১৭ জন প্রতিযোগীর মধ্যে নীরজ চোপড়ার থেকে একটি সোনা পাওয়ার জন্য মুখিয়ে আছেন গোটা ভারতবাসী। এই জন্যই নিজেকে অনুশীলনে একদম ডুবিয়ে দিয়েছেন বলে তাঁর ব্যক্তিগত কোচ জানিয়েছেন। চলতি বছরে কোনও বড় প্রতিযোগিতায় নামেননি নীরজ। যতটা সম্ভব চোট আঘাত এড়িয়ে চলার চেষ্টা করছেন। নিজেকে প্যারিস অলিম্পিক্সে মেলে ধরার জন্য তিনি যে কতটা মরিয়া তা তাঁর কোচের সোশ্যাল মিডিয়ায় ভাগ করা ভিডিওতেই দেখা যাচ্ছে।
advertisement
advertisement
Champion @Neeraj_chopra1 is training very hard for the #Paris2024 in Turkiye 💥 pic.twitter.com/hEE4lQzNfa
— The Khel India (@TheKhelIndia) July 25, 2024
আগামী ৬ অগাস্ট অলিম্পিক্সে জ্যাভ্লিন থ্রোয়ের যোগ্যতা নির্ণায়ক পর্ব। ফাইনাল হবে ৮ই অগাস্ট। নিজের সবটা দিয়ে স্বর্ণপদক আনতে মরিয়া নীরজ। ভারতবাসীরাও বুক বাঁধছেন। অলিম্পিক্সে আবারও একটা সোনা পাওয়ার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
July 26, 2024 7:08 PM IST