১৩ নম্বর জার্সির দৌলতে এল ১৩তম পদক, হকিতে ভারতের দুই কিংবদন্তির জয়জয়কার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Indian hockey team- এই অলিম্পিক্সে ভারত মোট ১৫টি গোল করেছে। তার মধ্যে হরমনপ্রীত সিং একাই ৮ ম্যাচে ১০টি গোল করেন। তিনি ব্রোঞ্জ পদকের ম্যাচে ২ গোল করেন। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে একটি গোল করেন। হকিতে সামগ্রিকভাবে ১৩তম পদক জিতেছে ভারত।
প্যারিস: ভারতীয় হকি দল প্যারিস অলিম্পিক্স-এর ১৩ তম দিনে ব্রোঞ্জ পদক জিতেছে। অলিম্পিক্স ইতিহাসে ভারত ৫২ বছর পর টানা দুটি ব্রোঞ্জ পদক জিতেছে।
ভারতীয় দলের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ক্যাপ্টেন হরমনপ্রীত সিং এবং গোলরক্ষক পিআর শ্রীজেশ। হরমনপ্রীত সিং এই অলিম্পিক্সে মোট ১০টি গোল করেছেন। অন্যদিকে, শ্রীজেশ পুরো টুর্নামেন্ট জুড়ে গোল পোস্টে দেওয়ালের মতো দাঁড়িয়ে ছিলেন।
আরও পড়ুন- প্যারিস অলিম্পিক্সের স্বপ্ন মিশেছে মাটিতে, কিন্তু এক রাতেই কীভাবে ওজন বাড়ল ?
এরই মধ্যে অবসর ঘোষণা করেছেন শ্রীজেশ। ৩৬ বছর বয়সী শ্রীজেশ ব্রোঞ্জ পদকের ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেন। হরমনপ্রীত সিং প্যারিস অলিম্পিক্সে নিজেকে উজাড় করে দিয়েছেন।
advertisement
advertisement
—- Polls module would be displayed here —-
এই অলিম্পিক্সে ভারত মোট ১৫টি গোল করেছে। তার মধ্যে হরমনপ্রীত সিং একাই ৮ ম্যাচে ১০টি গোল করেন। তিনি ব্রোঞ্জ পদকের ম্যাচে ২ গোল করেন। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে একটি গোল করেন। হকিতে সামগ্রিকভাবে ১৩তম পদক জিতেছে ভারত।
Heartiest Congratulations to our men's hockey team for winning the bronze medal in #ParisOlympics2024!
India beams with joy at your extraordinary achievement. Your relentless dedication and unwavering hard work fill our hearts with boundless pride.
Wish you all the very best…
— Mamata Banerjee (@MamataOfficial) August 8, 2024
advertisement
৩৬ বছর বয়সী গোলরক্ষক পিআর শ্রীজেশ ১৮ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ৩৩৬টি ম্যাচ খেলেছেন। তার মধ্যে দুটি অলিম্পিক্স রয়েছে। কমনওয়েলথ গেমসে শ্রীজেশের নামে দুটি পদক রয়েছে এবং এশিয়ান গেমসে তার নামে ৩টি পদক রয়েছে।
১৯৮৮ সালে কেরালার এর্নাকুলাম জেলার কিজাকাম্বালাম গ্রামে জন্মগ্রহণ করেন শ্রীজেশ। তিনি বোর্ড পরীক্ষায় নম্বর পেতে অ্যাথলেটিক্স নিয়েছিলেন। পরে স্কুলের কোচ তাঁকে হকি গোলরক্ষক হওয়ার পরামর্শ দেন।
advertisement
A feat that will be cherished for generations to come!
The Indian Hockey team shines bright at the Olympics, bringing home the Bronze Medal! This is even more special because it is their second consecutive Medal at the Olympics.
Their success is a triumph of skill,…
— Narendra Modi (@narendramodi) August 8, 2024
advertisement
আরও পড়ুন- আবার ভারতের পদকের আশা, সেই কুস্তিতে নতুন স্বপ্ন, অলিম্পিক্সে নতুন রেকর্ড
সেই সময় কেরালায় শুধুমাত্র অ্যাথলেটিক্স এবং ফুটবল জনপ্রিয় ছিল। কিন্তু কোচের সেই পরামর্শ শ্রীজেশ ও ভারতীয় হকির জন্য আশীর্বাদ হয়ে দেখা দিল। শ্রীজেশ হকি দলে কিংবদন্তি হিসেবে অবসর নিলেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 08, 2024 8:57 PM IST