আবার ভারতের পদকের আশা, সেই কুস্তিতে নতুন স্বপ্ন, অলিম্পিক্সে নতুন রেকর্ড

Last Updated:

wrestler Aman Sehrawat: ভারতীয় কুস্তিগীর আমান সেহরাওয়াত প্যারিস অলিম্পিক ২০২৪-এর সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন। বৃহস্পতিবার ৫৭ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে আলবেনিয়ার জেলিমখান আবকারভকে হারিয়েছেন তিনি।

কলকাতা: ভারতীয় কুস্তিগীর আমান সেহরাওয়াত প্যারিস অলিম্পিক ২০২৪-এর সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন। বৃহস্পতিবার ৫৭ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে আলবেনিয়ার জেলিমখান আবকারভকে হারিয়েছেন তিনি।
ভারতের আংশু মালিকও বৃহস্পতিবারই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু প্রথম ম্যাচেই হারতে হয় তাঁকে। আমেরিকার হেলেন মেরুলিসের কাছে পরাজিত হন আংশু মালিক।
আরও পড়ুন- মনু থেকে মীরাবাঈ, প্যারিস অলিম্পিক্সে অল্পের জন্য হাতছাড়া পদক
কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করেন আমান সেহরাওয়াত। শুরু থেকেই আক্রমণ করেন। অন্যদিকে, জেলিমখান আবকারভ রক্ষণাত্মক খেলেন।
advertisement
advertisement
—- Polls module would be displayed here —-
আমান এর পর আবকারভের নিষ্ক্রিয়তার সুবিধা নিয়ে একটি পয়েন্ট তুলে নেন। এর পর দুই পয়েন্ট বাজি ধরে ৩-০ এগিয়ে যায় আমান। প্রথম রাউন্ডের পর আমান সেহরাওয়াত ৩-০ তে এগিয়ে ছিলেন।
এর আগে ভারতীয় কুস্তিগীর আমান সেহরাওয়াত প্রি-কোয়ার্টার ফাইনালে মেসিডোনিয়ার ভ্লাদিমির এগোরভকে হারিয়েছিলেন। সেই ম্যাচেও আমান সেহরাওয়াত দুর্দান্ত পারফর্ম করেন।
advertisement
আরও পড়ুন- শেরওয়ানিতে স্নেহাশিস,রানি রঙের বেনারসি জড়োয়ার গয়নায় নতুন বউ,দাদা বরকর্তা
সেদিন মেসিডোনিয়ার ভ্লাদিমির এগোরভ ভারতীয় কুস্তিগীরের সামনে শুরু থেকেই রক্ষণাত্মক হয়ে হাজির হন। আক্রমণ না করার ফলও ভোগ করতে হয়েছে ইগোরভকে।
বাংলা খবর/ খবর/খেলা/
আবার ভারতের পদকের আশা, সেই কুস্তিতে নতুন স্বপ্ন, অলিম্পিক্সে নতুন রেকর্ড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement