মুখে বলছেন, 'চিনি না'! এদিকে সুন্দরী উর্বশীকে ফলো করছেন পাক পেসার নাসিম!

Last Updated:

Urvashi Rautela: সত্যিই কি পাকিস্তানের পেসারের সঙ্গে প্রেম করছেন উর্বশী!

#দুবাই: এশিয়া কাপের ফাইনাল ম্যাচে পাকিস্তান জিততে না পারলেও এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে তাদের ফাস্ট বোলার নাসিম শাহ শিরোনামে থেকেছেন।
আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের শেষ ওভারে টানা ২টি ছক্কা মেরে দলকে জিতিয়েছিলেন পাকিস্তানের এই ফাস্ট বোলার। ওই ম্যাচের পর থেকে ১৯ বছর বয়সী নাসিম শাহ রয়েছেন শিরোনামে। বিশেষ করে বলিউড অভিনেত্রী উর্বশী রউতেলার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। সোশ্যাল মিডিয়ায় নাসিম-উর্বশীর প্রসঙ্গ নিয়ে আলোচনা চলছএ জোরদার।
আরও পড়ুন- বাংলাদেশ নিয়ে আশাবাদী সৌরভ! বিশ্বকাপের জন্য দিলেন দুটি গুরুত্বপূর্ণ পরামর্শ
ঋষভ পন্থের সঙ্গে ব্যাপক ঝামেলা। শেষে উর্বশী কি নাসিম শাহের প্রেমে পড়লেন! এমনই প্রশ্ন জেগেছিল অনেকের মনে। পাকিস্তানের ফাস্ট বোলার নাসিম শাহের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে বলে জল্পনা ছড়াচ্ছে। এরই মধ্যে নাসিম শাহ অবশ্য বোমা ফাটিয়েছেন। তিনি উর্বশীকে চেনেন না বলেই জানিয়েছেনষ।
advertisement
advertisement
নাসিম শাহ এমনও বলেছেন, তিনি এখন ক্রিকেট ছাড়া আর কিছু নিয়েই ভাবছেন না। তবে মুখে বললেও নাসিম শাহ কিন্তু উর্বশীকে ইনস্টায় ফলো করছিলেন। তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনার পর নাসিম শাহ শেষমেশ আবার উর্বশীকে আনফলো করে দেন। একের পর এক স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর তিনি উর্বশীকে আনফলো করেন।
এশিয়া কাপ ২০২২-এ ভারত ও পাকিস্তান ম্যাচ দেখতে এসেছিলেন উর্বশী রাউতেলা। ম্যাচের পর উর্বশী ও নাসিম শাহের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। উর্বশী রউতেলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছিল।
advertisement
আরও পড়ুন- ভারতকে একাই বিশ্বকাপ দিতে পারে হার্দিক! বিরাট সার্টিফিকেট দিলেন গাভাসকার
এর পরে উর্বশী বলেছিলেন আমার টিমের একজন কিছু না জেনেই ভিডিওটি পোস্ট করেছে। মিডিয়া যেন এই নিয়ে কোনও খবর না করে, এমনও অনুরোধ করেছিলেন তিনি। এদিকে নাসিম শাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, উর্বশী কে চেনেন কিনা! তিনি বলেছিলেন উর্বশীকে তিনি একেবারেই চেনেন না।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মুখে বলছেন, 'চিনি না'! এদিকে সুন্দরী উর্বশীকে ফলো করছেন পাক পেসার নাসিম!
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement