বাংলাদেশ নিয়ে আশাবাদী সৌরভ! বিশ্বকাপের জন্য দিলেন দুটি গুরুত্বপূর্ণ পরামর্শ

Last Updated:

Sourav Ganguly hopeful about improved Bangladesh performance at T20 World Cup. বাংলাদেশ নিয়ে আশাবাদী সৌরভ! বিশ্বকাপের জন্য দিলেন দুটি গুরুত্বপূর্ণ পরামর্শ

বাংলাদেশ ক্রিকেট দলকে সার্টিফিকেট সৌরভের
বাংলাদেশ ক্রিকেট দলকে সার্টিফিকেট সৌরভের
#দুবাই: বাংলাদেশ ক্রিকেট এশিয়া কাপে হতাশ করেছে। যতটা আশা করা গিয়েছিল সেই মর্যাদা রাখতে পারেনি তারা। শ্রীলংকা এবং আফগানিস্তানের কাছে হেরে দেশে ফিরতে হয়েছিল সাকিব, মেহেদী হাসানদের। কিন্তু তাই বলে অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপে বাংলাদেশের এত জঘন্য পারফরম্যান্স হবে না নিশ্চিত সৌরভ গঙ্গোপাধ্যায়।
বিসিসিআই প্রেসিডেন্ট মনে করেন মাঝে যেটুকু সময় পাবে বাংলাদেশ তাতেই দল গুছিয়ে নেবে বিশ্বকাপের জন্য। সাকিব ছাড়াও আফিফ হোসেন, তাসকিন, মেহেদী হাসান মিরাজ যথেষ্ট দক্ষ খেলোয়াড়। এশিয়া কাপ ফাইনালে দুবাইয়ের মাঠে বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যমকে সৌরভ জানিয়েছেন এ কথা। ভারতীয় বোর্ডের তরফ থেকে বাংলাদেশকে আগেও যেমন সাহায্য করা হত, ভবিষ্যতেও তেমন করা হবে নিশ্চিত করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট।
advertisement
advertisement
সৌরভ মনে করেন এশিয়া কাপের ভুল থেকে শিক্ষা নিলে অস্ট্রেলিয়ার মাটিতে অনেক হিসেব বদলে দেওয়ার ক্ষমতা রাখে টাইগাররা। শুধু নিজেদের গেম প্ল্যান এবং মানসিকতা ঠিক রাখতে হবে। শ্রীরাম, সিডন্স এবং বাকি কোচিং স্টাফরা ভাল কাজ করছেন বাংলাদেশের জন্য। পাওয়ার হিটিং টি টোয়েন্টিতে বাংলাদেশের চিরকালের সমস্যা।
advertisement
কিন্তু এই জায়গায় অল্প হলেও উন্নতি হয়েছে এখন। মুশফিকুর রহিম টি টোয়েন্টিতে থেকে অবসর নিয়েছেন। সৌরভ মনে করেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান বড় ভূমিকা পালন করতে চলেছেন অস্ট্রেলিয়াতে। পাশাপাশি মিরাজ এবং মোসাদ্দেক লড়াকু ক্রিকেটার।
সাকিবের অভিজ্ঞতা দলটার সম্পদ। বাংলাদেশ সাহসী ক্রিকেট খেলতে পারলে নকআউট পর্যন্ত পৌঁছানো অসম্ভব নয়। পাশাপাশি এশিয়া কাপে ব্যর্থ হলেও ভারতীয় দলও যে বিশ্বকাপে নিজেদের সেরা ছন্দ তুলে ধরবে নিশ্চিত মহারাজ। আগামী দু এক দিনের ভেতরেই বিশ্বকাপের দল ঘোষণা করে দেবে ভারত।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বাংলাদেশ নিয়ে আশাবাদী সৌরভ! বিশ্বকাপের জন্য দিলেন দুটি গুরুত্বপূর্ণ পরামর্শ
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement