মেয়েদের আইপিএলে আবার জয় মুম্বইয়ের, হরমনপ্রীতের দল এখন সবার উপরে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Wpl 2024: উইমেন্স প্রিমিয়ার লিগে গুজরাত জায়ান্টসকে হারাল মুম্বাই ইন্ডিয়ান্স। হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স এদিন গুজরাট জায়ান্টসকে ৫ উইকেটে হারিয়েছে। রশুমে টানা দ্বিতীয় জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স। এর আগে শেষ বলে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স।
মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগে গুজরাত জায়ান্টসকে হারাল মুম্বাই ইন্ডিয়ান্স। হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স এদিন গুজরাট জায়ান্টসকে ৫ উইকেটে হারিয়েছে।
মরশুমে টানা দ্বিতীয় জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স। এর আগে শেষ বলে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। জয়ের জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে ১২৭ রানের টার্গেট ছিল।
আরও পড়ুন- মুনমুন সেন-ইমরান খান ‘লাভ স্টোরি’ ছিল জমজমাট! প্রেম তবু টেকেনি, বিয়ে তো বহুদূর
জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স ১৮.১ ওভারে ৫ উইকেটে লক্ষ্য অর্জন করে। এই জয়ের পর মুম্বাই ইন্ডিয়ান্সের ২ ম্যাচে ৪ পয়েন্ট। এছাড়াও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে হরমনপ্রীত কউরের দল।
advertisement
advertisement
গুজরাত জায়ান্টসের তনুজা কানওয়ার এদিন ছিলেন সবচেয়ে সফল বোলার। মুম্বাই ইন্ডিয়ান্সের দুই ব্যাটারকে আউট করেন তনুজা কানওয়ার। এ ছাড়া ক্যাথরিন ব্রুস ও লি তাহুহু পেয়েছেন ১টি করে উইকেট। ন্যাট সিভার ব্রান্ট রানআউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন।
টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরমনপ্রীত কউর। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট জায়ান্টস ২০ ওভারে ৯ উইকেটে ১২৬ রান করে। গুজরাত জায়ান্টসের হয়ে ২১ বলে ২৮ রান করেন তনুজা কানওয়ার। ক্যাথরিন ব্রুস ২৪ বলে ২৫ রানের অবদান রাখেন। বেথ মুনি ২২ বলে ২৪ রান করেন।
advertisement
আরও পড়ুন- বিরাট কোহলি কোন রাশির জাতক? অনুষ্কার সঙ্গে মাখো মাখো প্রেম কেন? বড় কারণ
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন অ্যামেলিয়া কার। ৪ ওভারে ১৭ রান দিয়ে ৪ জন ব্যাটসম্যানকে আউট করেন তিনি। শাবনিম ইসমাইল ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন। এছাড়া ন্যাট সিভার ব্রান্ট ও হেইলি ম্যাথুস পেয়েছেন একটি করে উইকেট।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 25, 2024 11:52 PM IST