মুনমুন সেন-ইমরান খানের 'লাভ স্টোরি' ছিল জমজমাট! প্রেম তবু টেকেনি, বিয়ে তো বহুদূর...

Last Updated:
This india Actress alleged affair with Cricketer or Ex Pakistan PM: বলিউড অভিনেত্রী জিনাত আমান থেকে শুরু করে রেখার মতো অনেকের সঙ্গে নাম জড়িয়েছিল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ক্রিকেট আইকন ইমরান খানের। একা সময় তিনি অভিনেত্রী মুনমুন সেনকে ডেট করেছিলেন বলেও শোনা যায়।
1/7
অনেক আগের কথা। তবু এখনও সে কথা অনেকেরই মনে আছে নিশ্চয়ই। কারণ মুনমুন সেন এতটাই সুন্দরী যে তাঁকে নিয়ে কথা উঠলে অনেকেরই তাঁর যৌবনের সময়ের কথা মনে পড়তে পারে।
অনেক আগের কথা। তবু এখনও সে কথা অনেকেরই মনে আছে নিশ্চয়ই। কারণ মুনমুন সেন এতটাই সুন্দরী যে তাঁকে নিয়ে কথা উঠলে অনেকেরই তাঁর যৌবনের সময়ের কথা মনে পড়তে পারে।
advertisement
2/7
একটা সময় পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের সঙ্গে মুনমুন সেনের সম্পর্কের কথা রোজ জায়গা করে নিত খবরের কাগজের শিরেনামে। তাঁদের মধ্যে কি সত্যি কোনও সম্পর্ক ছিল!
একটা সময় পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের সঙ্গে মুনমুন সেনের সম্পর্কের কথা রোজ জায়গা করে নিত খবরের কাগজের শিরেনামে। তাঁদের মধ্যে কি সত্যি কোনও সম্পর্ক ছিল!
advertisement
3/7
মুনমুন সেন কখনও সে কথা স্বীকার করেননি। এমনকী ইমরান খানও বলেননি কখনও এই নিয়ে কথা। সে সময় ইমরান খানের সঙ্গে নাম জড়িয়েছিল জিনাত আমান, রেখার মতো বলিউড সু্ন্দরীদেরও।
মুনমুন সেন কখনও সে কথা স্বীকার করেননি। এমনকী ইমরান খানও বলেননি কখনও এই নিয়ে কথা। সে সময় ইমরান খানের সঙ্গে নাম জড়িয়েছিল জিনাত আমান, রেখার মতো বলিউড সু্ন্দরীদেরও।
advertisement
4/7
মুনমুন সেন রাজনীতিতে আসার পর বারকয়েক তাঁর মুখে তৎকালীন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের নাম শোনা গিয়েছিল। একটা সময় দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল গোটা দেশে।
মুনমুন সেন রাজনীতিতে আসার পর বারকয়েক তাঁর মুখে তৎকালীন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের নাম শোনা গিয়েছিল। একটা সময় দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল গোটা দেশে।
advertisement
5/7
বাংলা, হিন্দি ছাড়াও মুনমুন সেন মালায়ালাম, কন্নড়, তেলেগু, তামিল এবং মারাঠি ছবিতে তাঁর কাজের জন্য পরিচিত। কর্মজীবনে তিনি ৬০টি চলচ্চিত্র এবং ৪০টি টেলিভিশন শোতে কাজ করেছেন। ১৯৮৭ সালে সিরিভেনেলা ছবিতে অভিনয়ের জন্য তিনি অন্ধ্রপ্রদেশ রাজ্য নন্দী পুরস্কার পেয়েছিলেন। সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে।
বাংলা, হিন্দি ছাড়াও মুনমুন সেন মালায়ালাম, কন্নড়, তেলেগু, তামিল এবং মারাঠি ছবিতে তাঁর কাজের জন্য পরিচিত। কর্মজীবনে তিনি ৬০টি চলচ্চিত্র এবং ৪০টি টেলিভিশন শোতে কাজ করেছেন। ১৯৮৭ সালে সিরিভেনেলা ছবিতে অভিনয়ের জন্য তিনি অন্ধ্রপ্রদেশ রাজ্য নন্দী পুরস্কার পেয়েছিলেন। সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে।
advertisement
6/7
৬৯ বছর বয়সী মুনমুন সেনের বিয়ে হয়েছিল ত্রিপুরার রাজপরিবারের একজনের সঙ্গে। তাঁর প্রয়াত শাশুড়ি ইলা দেবী ছিলেন কোচবিহারের রাজকুমারী ইন্দিরা রাজের কন্যা এবং জয়পুরের মহারানী গায়ত্রী দেবীর বড় বোন।
৬৯ বছর বয়সী মুনমুন সেনের বিয়ে হয়েছিল ত্রিপুরার রাজপরিবারের একজনের সঙ্গে। তাঁর প্রয়াত শাশুড়ি ইলা দেবী ছিলেন কোচবিহারের রাজকুমারী ইন্দিরা রাজের কন্যা এবং জয়পুরের মহারানী গায়ত্রী দেবীর বড় বোন।
advertisement
7/7
ইমরান খান ও মুনমুন সেনের সেসময়ের সম্পর্কের কথা এখনও নিশ্চয়ই অনেকের মনে আছে। তবে সেসব এখন অতীত।
ইমরান খান ও মুনমুন সেনের সেসময়ের সম্পর্কের কথা এখনও নিশ্চয়ই অনেকের মনে আছে। তবে সেসব এখন অতীত।
advertisement
advertisement
advertisement