বিরাট কোহলি কোন রাশির জাতক? অনুষ্কার সঙ্গে তাঁর এত মাখো মাখো প্রেম কেন? বড় কারণ

Last Updated:
Virushka relation: ২০২১ সালে বিরাট ও অনুষ্কার ঘর আলো করে এসেছিল মেয়ে ভামিকা। তবে এবার দুজনেই সন্তান জন্মের আগে প্রচণ্ড রাখঢাক করেছিলেন। বিরাট ও অনুষ্কা এখনও রয়েছেন লন্ডনে। তাঁদের ছেলের জন্মও সেখানেই হয়েছে।
1/7
একেবারে হিট জুটি যাকে বলে। বিরাট কোহলি-অনুষ্কা শর্মাকে অনেকেই তাই বলেন, পাওয়ার কাপল।
একেবারে হিট জুটি যাকে বলে। বিরাট কোহলি-অনুষ্কা শর্মাকে অনেকেই তাই বলেন, পাওয়ার কাপল।
advertisement
2/7
একজন ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার, আরেকজন বলিউডের প্রথণম সারির নায়িকা। এই সেলেব্রিটি দম্পতি রোজও খবরের শিরেনামে থাকেন।
একজন ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার, আরেকজন বলিউডের প্রথণম সারির নায়িকা। এই সেলেব্রিটি দম্পতি রোজও খবরের শিরেনামে থাকেন।
advertisement
3/7
দুজনেই নিজের ক্ষেত্রে সফল। চলতি বছর দ্বিতীয়বার বাবা-মা হয়েছেন তাঁরা। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা। তার নাম অকায়।
দুজনেই নিজের ক্ষেত্রে সফল। চলতি বছর দ্বিতীয়বার বাবা-মা হয়েছেন তাঁরা। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা। তার নাম অকায়।
advertisement
4/7
২০২১ সালে বিরাট ও অনুষ্কার ঘর আলো করে এসেছিল মেয়ে ভামিকা। তবে এবার দুজনেই সন্তান জন্মের আগে প্রচণ্ড রাখঢাক করেছিলেন। বিরাট ও অনুষ্কা এখনও রয়েছেন লন্ডনে। তাঁদের ছেলের জন্মও সেখানেই হয়েছে।
২০২১ সালে বিরাট ও অনুষ্কার ঘর আলো করে এসেছিল মেয়ে ভামিকা। তবে এবার দুজনেই সন্তান জন্মের আগে প্রচণ্ড রাখঢাক করেছিলেন। বিরাট ও অনুষ্কা এখনও রয়েছেন লন্ডনে। তাঁদের ছেলের জন্মও সেখানেই হয়েছে।
advertisement
5/7
আজ আমরা আলোচনা করব বিরাট কোহলি ও অনুষ্কার রাশি নিয়ে। কীভাবে তাঁরা দুজন পাওয়ার কাপল হয়ে উঠলেন! কীভাবে তাঁদের দাম্পত্য জীবন এতটা সুখের হল!
আজ আমরা আলোচনা করব বিরাট কোহলি ও অনুষ্কার রাশি নিয়ে। কীভাবে তাঁরা দুজন পাওয়ার কাপল হয়ে উঠলেন! কীভাবে তাঁদের দাম্পত্য জীবন এতটা সুখের হল!
advertisement
6/7
বিরাটের জন্ম তারিখ অনুযায়ী, তাঁর রাশি বৃশ্চিক। বৃশ্চিকের প্রভু মঙ্গল। সাহসী ও পরাক্রমী হন এই রাশির জাতকরা ৷ অনুষ্কার জন্ম তারিখ অনুযায়ী তাঁর বৃষ রাশি। বৃষ রাশির প্রভু শুক্র। প্রেম, বৈভব ও সুখের দেবতা।
বিরাটের জন্ম তারিখ অনুযায়ী, তাঁর রাশি বৃশ্চিক। বৃশ্চিকের প্রভু মঙ্গল। সাহসী ও পরাক্রমী হন এই রাশির জাতকরা ৷ অনুষ্কার জন্ম তারিখ অনুযায়ী তাঁর বৃষ রাশি। বৃষ রাশির প্রভু শুক্র। প্রেম, বৈভব ও সুখের দেবতা।
advertisement
7/7
বৃষ এবং বৃশ্চিক জাতকরা পরস্পরের সঙ্গে সম্পর্কে জড়ালে সেই সম্পর্ক হবে অত্যন্ত প্যাশনেট ও আবেগপ্রবণ। তবে এই সম্পর্ক হওয়াটা বেশ কঠিন। একবার সম্পর্ক হলে তা আজীবন সুখ বয়ে আনবে।
বৃষ এবং বৃশ্চিক জাতকরা পরস্পরের সঙ্গে সম্পর্কে জড়ালে সেই সম্পর্ক হবে অত্যন্ত প্যাশনেট ও আবেগপ্রবণ। তবে এই সম্পর্ক হওয়াটা বেশ কঠিন। একবার সম্পর্ক হলে তা আজীবন সুখ বয়ে আনবে।
advertisement
advertisement
advertisement