লাখ লাখ মানুষের মতো ধোনিও এই পানীয় এত ভালবাসেন! অসাধারণ ভিডিও ভাইরাল
- Published by:Suman Majumder
Last Updated:
Ms Dhoni: এই পানীয়ের ভক্ত লাখ লাখ মানুষ। ধোনিও বাদ নন। এই পানীয় পেলে ধোনির আর কিছু চাই না।
চেন্নাই: আইপিএল ২০২৩- এর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই পর্বে চেন্নাই সুপারকিংস দলের ক্যাম্প হচ্ছে চেন্নাইতে। এই ক্যাম্পে CSK-এর প্রতিটি খেলোয়াড় কঠোর পরিশ্রম করছেন।
এদিকে, দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির একটি ভিডিও সামনে এসেছে। ধোনির চেয়ে বড় চা প্রেমী আর কেউ নেই, এই ভিডিও আবারও সেটাই প্রমাণ করছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছে চেন্নাই সুপার কিংস। এই ভিডিওতে মহেন্দ্র সিং ধোনিকে চা পান করতে দেখা যাচ্ছে। ধোনি অনেক সাক্ষাত্কারে চায়ের প্রতি তাঁর ভালবাসার কথা বলেছেন। একবার এক সাক্ষাত্কারে তিনি বলেছিলেন, কেউ তাঁকে চা পানের প্রস্তাূ দিলে তিনি তা কখনওই অস্বীকার করেন না।
advertisement
advertisement
আরও পড়ুন- এই রেকর্ড নেই সচিন-পন্টিং-লারাদের, প্রথম ক্রিকেটার হিসেবে বিরাট নজির কোহলির
সম্প্রতি চেন্নাই সুপার কিংস ধোনির ব্যাটিংয়ের একটি ভিডিও শেয়ার করেছে। সেই ভিডিওতে তাঁকে আবারও পুরনো স্টাইলে দেখা যাচ্ছে। একের পর এক বড় শট খেলছিলেন তিনি।
মনে করা হচ্ছে, এবার আইপিএলেই হয়তো ধোনিকে শেষবার দেখা যাচ্ছে।ফলে ধোনির নেতৃত্বে শেষবার চেন্নাই ট্রফি জয়ের স্বপ্ন দেখছে। অনেকেই বলেন, ধোনি যা ধরেন তা-ই সোনা হয়ে যায়। কথাটা ভুল নয়। দেশের জার্সিতে তে বটেই, চেন্নাইয়ের হয়েও ধোনির সাফল্য বিরাট।
advertisement
All we need is some Thala Positivitea! #WhistlePodu #Yellove @msdhoni pic.twitter.com/ppx7pZ6HqO
— Chennai Super Kings (@ChennaiIPL) March 12, 2023
আরও পড়ুন- টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠেও মেজাজ ঠিক নেই কোচ দ্রাবিড়ের ! কারণ জানেন?
এবার নিলামে অনেক বড় খেলোয়াড়কে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। দলে বেন স্টোকসের মতো তারকা রয়েছেন। তাঁর মতো তারকা ক্রিকেটার একাই ম্যাচ জিতিয়ে দিতে পারেন। এমন পরিস্থিতিতে ধোনির নেতৃত্বে চেন্নাই দল আরও একটি ট্রফি জয়ের স্বপ্নে বুঁদ। ধোনিও যেন এবার নিজেকে নিংড়ে দিতে চাইছেন!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2023 3:18 PM IST