এমএস ধোনির নতুন উদ্যোগ; প্রথম সারির দক্ষিণ ভারতীয় তারকাদের নিয়ে বানাতে চলেছেন সিনেমা

Last Updated:

দক্ষিণ ভারতীয় সিনেমা তারকা বিজয় এবং মহেশ বাবুর সঙ্গে যুক্ত হতে চলেছেন সিনেমা প্রযোজনার ব্যবসায় ৷

MS Dhoni Set for New Venture- To Produce Films of Top South Indian Stars
MS Dhoni Set for New Venture- To Produce Films of Top South Indian Stars
Archana R
চেন্নাই: কথায় আছে, যে রাঁধে সে চুলও বাঁধে। মহেন্দ্র সিং ধোনির ক্ষেত্রেও কথাটা বেশ মানানসই। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনি এবার হতে চলেছেন সিনেমার প্রযোজক। দক্ষিণ ভারতীয় সিনেমা তারকা বিজয় এবং মহেশ বাবুর সঙ্গে যুক্ত হতে চলেছেন সিনেমা প্রযোজনার ব্যবসায় ৷
আর ধোনির তালিকায় বিজয় এবং মহেশ বাবু ছাড়াও নাম আছে মলয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির পৃথ্বীরাজ এবং কন্নড় ইন্ডাস্ট্রির কিচ্চা সুদীপ। এর আগে গুজব ছিল যে এমএস ধোনি 'লেডি সুপারস্টার' নামে নয়নতারা অভিনীত একটি সিনেমা প্রযোজনা করতে পারেন। সেটা ফলপ্রসূ হবে কি না, তা সময়ই বলবে। তবে তিনি বিজয়ের সঙ্গে যে একটি সম্ভাব্য সহযোগিতার ব্যাপারে কথা বলেছিলেন সেটা স্পষ্ট।
advertisement
advertisement
এই বছরের জুনে অভিনেতা বিজয়ের জন্মদিনের আগে তাঁর দেখা হয়েছিল ধোনির সঙ্গে। তখনই না কি কথা হয় সিনেমা প্রযোজনার। এমএস ধোনি অভিনেতা বিজয়ের সঙ্গে 'তালাপতি ৭০'-এর সহ-প্রযোজনা করতে পারেন। চেন্নাই সুপার কিংসের এক সূত্রের মতে, ৭ সংখ্যাটা ধোনির কাছে লাকি। ধোনি তাই এমন সুযোগ ফেলে দিতে চাননি। মনে করা হচ্ছে যে, ৪১ বছরের ক্রিকেটারকে ছবিতে একটি ক্যামিওতে দেখা যেতে পারে। আনুষ্ঠানিক ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা।
advertisement
ক্রিকেটার ধোনির বিচরণ অবশ্যও সবেতেই। কৃষি থেকে পোল্ট্রি, পোশাক থেকে জিম, অনেক ব্যবসায় হাত দিয়েছেন তিনি। তাই তার পরবর্তী ইনিংসটি নিজের প্রোডাকশন হাউসে প্রযোজনা হলে কেউ আশ্চর্য হবেন না। ১৫ অগাস্ট ২০২০-তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, ধোনি বর্তমানে আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।
advertisement
শোনা যাচ্ছে, সিনেমাটা ধোনির মালিকানাধীন প্রযোজনা সংস্থা ধোনি এন্টারটেনমেন্ট লিমিটেডের অধীনে তৈরি করা হবে। তাঁর স্ত্রী সাক্ষী সিং ধোনি এন্টারটেইনমেন্ট লিমিটেডের কর্ণধার। যদিও পুরো বিষয়টাই অভিনেতা বিজয়ের ঘনিষ্ঠ সূত্র অস্বীকার করেছে। কিন্তু বাস্তব অন্য কথা বলছে। বর্তমানে না কি চেন্নাইয়ে একটি পেশাদার অফিস স্থাপন করতে চাইছে ধোনি এন্টারটেনমেন্ট লিমিটেড। তামিল ছাড়াও অন্যান্য সিনেমার সেলিব্রিটিদের সঙ্গে আলোচনা চালাচ্ছে ধোনির প্রযোজনা সংস্থা।
বাংলা খবর/ খবর/খেলা/
এমএস ধোনির নতুন উদ্যোগ; প্রথম সারির দক্ষিণ ভারতীয় তারকাদের নিয়ে বানাতে চলেছেন সিনেমা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement