সৌরভকে সরিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে বসতে চলা রজার বিনিকে নিয়ে কী বললেন দাদা?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
"এটা বিনি। তবে রজার বিনি নয়। তার ছেলে স্টুয়ার্ট বিনি।"কেন বললেন সৌরভ এই কথা?
ঈরণ রায় বর্মন, কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায় মানেই সেন্স অফ হিউমার। সৌরভ মানেই বুদ্ধিদীপ্ত উত্তর আর অনেক কিছু মুখে না বলেও বুঝিয়ে দেওয়া। বৃহস্পতিবারও এরকমই এক ঘটনার সাক্ষী থাকল শহরের একটি পাঁচ তারা হোটেলে উপস্থিত থাকা মানুষজন।
বন্ধন ব্যাঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা হওয়ার দিন উদ্যোক্তাদের তরফে একটি আলোচনা পর্ব আয়োজন করা হয়েছিল। সেখানেই সৌরভের ক্রিকেট কেরিয়ারের বিভিন্ন মুহূর্তের ভিডিও ফুটেজ তুলে ধরে আলোচনা করছিলেন সঞ্চালক। সৌরভের প্রথম টেস্ট সেঞ্চুরি থেকে লর্ডসের ব্যালকনিতে জার্সি উড়ানো এরকম কিছু ঐতিহাসিক মুহূর্ত ফুটে উঠছিল বিগ স্ক্রিনে।
advertisement
advertisement
সৌরভের ক্রিকেট কেরিয়ার নিয়ে আলোচনার পর তাঁর ধারাভাষ্য নিয়েও আলোচনা হয়। সঞ্চালক সৌরভকে বোঝানোর জন্য একটি ধারাভাষ্যের মুহূর্ত বিগ স্ক্রিনে দেখানো হয় ভারতের একটি টেস্ট ম্যাচের ক্লিপিং। তাতে দেখা যায়, বল করছেন স্টুয়ার্ট বিনি। উইকেটের পিছনে মহেন্দ্র সিং ধোনি। ক্লিপিংয়ে দেখা যায় রাহুল দ্রাবিড় ও হর্ষ ভোগলের সঙ্গে ধারাভাষ্য দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই ক্লিপিং দেখানোর সঙ্গে সঙ্গেই অনুষ্ঠানে উপস্থিত অনেকেই নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে দেন সৌরভকে সরিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে বসতে চলা রজার বিনির ছেলের খেলার ক্লিপিং দেখানোর পর দাদা কিভাবে রিয়্যাক্ট করতে পারেন?
advertisement
তবে সবাইকে কিছুটা অবাক করেই, সেই ক্লিপিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সৌরভ বললেন, ‘‘এটা বিনি। তবে রজার বিনি নয়। তার ছেলে স্টুয়ার্ট বিনি।’’ গোটা হলে তখন হাসির রোল ওঠে। আসলে সৌরভের জায়গায় রজার বিনির আসা এবং এর ফলে গোটা দেশ জুড়ে যখন আলোচনা, সমালোচনা হচ্ছে তখন সৌরভ কী বলেন সেই দিকে নজর গোটা দেশের সংবাদমাধ্যমের। তবে সৌরভ রজার বিনিকে নিয়ে কোন মন্তব্যই করেননি অনুষ্ঠানে। তাঁকে সরিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট করা হচ্ছে রজার বিনিকে। অনেকেরই মনে হয়েছিল সৌরভ হয়তো কিছু বলবেন। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় যেন তিক্ততা রাখতে চান না। শুধুমাত্র কয়েকটা শব্দ দিয়ে মজা করলেন বোর্ডের মসনদে তাঁর উত্তরসূরিকে নিয়ে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 14, 2022 7:14 AM IST