MS Dhoni: পরের আইপিএলে আর খেলবেন না ধোনি? শেষ ম্যাচের পর বড় আপডেট দিলেন মাহি

Last Updated:

MS Dhoni: সিএসকের জয়ের আনন্দ থাকলেও ক্রিকেট প্রেমিদের কৌতুহল ছিল অবসর নিয়ে কী বলেন এমএস ধোনি। এটিই কি শেষ ম্যাচ না পরের মরশুমে ফের দেখা যাবে এমএসডিকে।

News18
News18
ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে মরশুমের শেষ ম্যাচে টেবিল টপার গুজরাত টাইটান্সে হারিয়ে মরশুম শেষ করল চেন্নাই সুপার কিংস। পুরো মরশুম সিএসকের জন্য খুব একটা ভাল যায়নি। প্লেঅফের আগেই ছিটকে গিয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। তবে আইপিএল ২০২৫-এর শেষ ম্য়াচ গুজরাতকে ৮৩ রানের বড় ব্যবধানে হারাল চেন্নাই।
সিএসকের জয়ের আনন্দ থাকলেও ক্রিকেট প্রেমিদের কৌতুহল ছিল অবসর নিয়ে কী বলেন এমএস ধোনি। এটিই কি শেষ ম্যাচ না পরের মরশুমে ফের দেখা যাবে এমএসডিকে। সকলের নজর ছিল ধোনির বক্তব্যের দিকে। ম্যাচ শেষে ধোনি বললেন, তাতে পরের মরশুমেও আইপিএলের মঞ্চে এমএস ধোনিকে দেখার আশা করতেই পারে মাহি ফ্যানেরা।
ম্যাচের পর ধোনি বলেন,”আমি বলব না যে আজ মাঠ হাউসফুল ছিল। আমাদের মরশুম খুব ভালো কাটেনি। তবে এটি ছিল অন্যতম সেরা পারফরম্যান্সের একটি। আমরা টুর্নামেন্টে খুব একটা ভালো ক্যাচিং করিনি, কিন্তু আজ তা ভালো হয়েছে। অবসরের সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার হাতে ৪-৫ মাস সময় আছে, তাড়াহুড়োর কিছু নেই। শরীরকে ফিট রাখতে হবে। নিজের সেরাটা দিতে হবে। যদি পারফরম্যান্সের ভিত্তিতে খেলোয়াড়রা অবসর নেয়, তাহলে অনেকে ২২ বছর বয়সেই অবসর নিয়ে ফেলবে।”
advertisement
advertisement
ধোনি আরও বলেন, “আমি রাঁচিতে ফিরে যাব, সাইকেল চালানো উপভোগ করব। আমি বলছি না আমার কাজ শেষ। আমি আবার আসছি। এখনও অনেক সময় আছে হাতে। আমি এই নিয়ে চিন্তা করব, তারপর সিদ্ধান্ত নেব। যখন আমরা মরশুম শুরু করেছিলাম, তখন চারটি ম্যাচ ছিল চেন্নাইতে। কিছু জায়গায় পরিবর্তন আনতে হবে। আগামী মরশুমে ঋতুরাজকে খুব বেশি কিছু নিয়ে চিন্তা করতে হবে না, কারণ ও এই ধরণের ভূমিকায় মানিয়ে নিতে পারবে।”
advertisement
প্রসঙ্গত, ম্যাচে প্রথমে ব্যাট কে ২৩০ রান করে সিএসকে। ডিওয়াল্ড ব্রেভিসের ৫৭, ডেভনকনওয়ের ৫২ রানের ইনিংস ছাড়াও আয়ূষ মাত্রে ৩৪, উর্ভিল প্যাটেল ৩৭, শিবম দুবে ১৭ ও রবীন্দ্র জাদেজা ২১ রান করেন। রান তাড়া করতে নেমে মাত্র ১৪৭ রানে অলআউট হয়ে যায় গুজরাত টাইটান্স। সিএসকের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন নুর আহমেদ।
বাংলা খবর/ খবর/খেলা/
MS Dhoni: পরের আইপিএলে আর খেলবেন না ধোনি? শেষ ম্যাচের পর বড় আপডেট দিলেন মাহি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement