Shubman Gill: অধিনায়ক হয়েই বড় কথা বলে দিলেন শুভমান গিল, জানিয়ে দিলেন তাঁর নেতৃত্বের ধরন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Shubman Gill: 8ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে শুভমান গিলের নিযুক্তি ভারতীয় ক্রিকেটের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। নতুন দায়িত্ব পালনের জন্য মুখিয়ে রয়েছেন গিলও।
ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে শুভমান গিলের নিযুক্তি ভারতীয় ক্রিকেটের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। জুন মাসে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের মাধ্যমে শুরু হতে চলেছে তার নেতৃত্বে যাত্রা। যা ইতোমধ্যেই ক্রিকেট অনুরাগীদের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। নতুন দায়িত্ব পালনের জন্য মুখিয়ে রয়েছেন গিলও।
বিসিসিআই-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশিত এক সাক্ষাৎকারে গিল জানান, টেস্ট দলের নেতৃত্ব পেয়ে তিনি অভিভূত এবং গর্বিত। তিনি বলেন, “ছোটবেলায় যখন কেউ ক্রিকেট খেলা শুরু করে, তখন সে ভারতের হয়ে খেলতে চায়। আর ভারতের হয়ে দীর্ঘদিন টেস্ট ক্রিকেট খেলা এবং এখন অধিনায়ক হওয়া — এটি আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত।”
advertisement
নিজের নেতৃত্বের ধরন নিয়ে গিল বলেন, তিনি মাঠে এবং মাঠের বাইরে উভয় জায়গাতেই উদাহরণ সেট করে নেতৃত্ব দিতে বিশ্বাস করেন। শুধু পারফরম্যান্স নয়, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমকেও তিনি নেতৃত্বের গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখেন। তিনি আরও বলেন, “একজন অধিনায়ক হিসেবে জানতে হবে কখন হস্তক্ষেপ করতে হবে এবং কখন খেলোয়াড়দের নিজস্ব জায়গা দিতে হবে, কারণ প্রত্যেক খেলোয়াড় আলাদা পটভূমি থেকে এসেছে এবং তাদের নিজস্ব ব্যক্তিত্ব রয়েছে।”
advertisement
advertisement
এই নতুন ভূমিকায় তিনি দলের প্রতিটি সদস্যকে আরও ভালোভাবে জানার চেষ্টা করছেন, যাতে তাদের থেকে সর্বোচ্চ পারফরম্যান্স বের করে আনা যায়। গিল মনে করেন,”একজন ভালো নেতা সবসময় বোঝার চেষ্টা করে কিভাবে তার খেলোয়াড়দের থেকে সেরা পারফরম্যান্স বের করে আনা যায় — এটা সবসময়ই এক উত্তেজনাপূর্ণ কাজ। খেলোয়াড়দের সঙ্গে সেই কথোপকথন করতে পারা, ক্রিকেটের বাইরেও তাদের সম্পর্কে জানা — কারণ তখনই আপনি বুঝতে পারবেন কিভাবে তাদের থেকে সত্যিকারের সেরা ফলাফল আনা যায়।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 25, 2025 5:21 PM IST