রাঁচি: নিউজিল্যান্ডকে একদিনের ক্রিকেটে হোয়াইট ওয়াশ করেছে ভারতীয় ক্রিকেট দল। এবার পালা টি-২০ সিরিজের। ২৭ তারিখ রাঁচিতে প্রথম ম্যাচে মুখোমুখি হবে মেন ইন ব্লু ও ব্ল্যাক ক্যাপসরা। প্রথম ম্যাচে নামার আগের দিন অনুশীলনে সারপ্রাইজ পেল টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। কারণ রাঁচি মানেই জোড়া বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক এমএস ধোনির শহর। আর সেখানে এসে মাহির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল হার্দিক পান্ডিয়া, ইশান কিশান, সূর্যকুমার যাদবদের।
View this post on Instagram
বৃহস্পতিবার রাঁচিতে অনুশীলন ছিল ভারতীয় দলের। রোহিত, কোহলি, রাহুলদের অনুপস্থিতিতে ফের ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। সেখানে রাঁচির স্টেডিয়াম অর্থাৎ ঝাড়খোণ্ড স্পোর্টস ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে হঠাৎ হাজির এমএস ধোনি। এমন উপহার পেয়ে খুশি ভারতীয় দলের সকল ক্রিকেটাররাই। সুর্যকুমার যাদব, ইশান কিশান, যুজবেন্দ্র চাহল, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়ারা চুটিয়ে আড্ডা দিতে দেখে যায় ধোনির সঙ্গে। মাহি ভাইয়ের কাছ থেকে টিপসও নিয়ে নেন ক্রিকেটাররা।
বিসিসিআইয়ের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় ধোনির এই 'সারপ্রাইজ ভিজিটের' ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। যেখানে জাবের জলে চুমুক দিতে দিতে সেই চেনা 'কুল' ধোনিকেই দেখা যায়। শুধু দলের ক্রিকেটাররা নয়, সাপোর্টিং স্টাফদের সঙ্গেও সাক্ষাৎ করেন মাহি। বোর্ডের তরফ থেকে ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়,'দেখুন আজ রাঁচিতে অনুশীলনের সময় কে এসেছিল আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে'। এই ভিডিও ইতিমধ্যেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে।
আরও পড়ুনঃ Shah Rukh Khan: এখনই হাল ছাড়ছেন না শাহরুখ খান, কলকাতার জন্য লড়াই জারি রাখবেন 'পাঠান'
প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করেছে টিম ইন্ডিয়া। ৩-০ ব্যবধানে সিরিজ জিতে কিউইদের হোয়াইট ওয়াশ করেছে ভারতীয় দল। এবার লড়াই টি-২০ সিরিজের। ৩ ম্যাচের টি-২০ সিরিজে প্রথম ম্যাচ শুক্রবার রাঁচিতে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে জয় দিয়ে সিরিজ শুরু করাই লক্ষ্য ভারতের। তার আগে ধোনির টিপস আত্মবিশ্বাস আরও বাড়াল হার্দিক অ্যান্ড কোং-এর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India vs New Zealand, Indian Cricket Team, MS Dhoni, Ranchi, T20