Shah Rukh Khan: এখনই হাল ছাড়ছেন না শাহরুখ খান, কলকাতার জন্য লড়াই জারি রাখবেন 'পাঠান'

Last Updated:
Shah Rukh Khan: ওপেনিং ডে-তেই বক্স অফিসে ঝড় তুলেছে শাহরুখ খানের পাঠান। কিং খানের ফ্যানেরা উৎসবের মেজাজে কাটালেন দিনটি। কিন্তু পাঠান মুক্তির দিনই ব্যর্থতাও সঙ্গ হলে এসআরকে-র। তবে এখনই লড়াইয়ের ময়দান ছাড়ছেন না এসআরকে।
1/8
চার বছর পর মুক্তিপ্রাপ্ত শাহরুখ খানের সিনেমা পাঠান প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। ছবির সাফল্যে উচ্ছসিত এসআরকে ফ্যানেরা। খুশি শাহরুখও।
চার বছর পর মুক্তিপ্রাপ্ত শাহরুখ খানের সিনেমা পাঠান প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। ছবির সাফল্যে উচ্ছসিত এসআরকে ফ্যানেরা। খুশি শাহরুখও।
advertisement
2/8
কিন্তু পাঠান মুক্তির দিনই ধাক্কাও সামলাতে হয়েছে কিং খানকে। প্রথম মহিলা আইপিএলের জন্য বিড করেও দল পাননি কেকেআর কর্ণধারের সংস্থা। যা ৫টি শহরের দল আইপিএলে খেলবে তার মধ্যে নেই কলকাতা।
কিন্তু পাঠান মুক্তির দিনই ধাক্কাও সামলাতে হয়েছে কিং খানকে। প্রথম মহিলা আইপিএলের জন্য বিড করেও দল পাননি কেকেআর কর্ণধারের সংস্থা। যা ৫টি শহরের দল আইপিএলে খেলবে তার মধ্যে নেই কলকাতা।
advertisement
3/8
মেয়েদের আইপিএলে দল কেনার জন্য ৬৬৬ কোটি দর দিয়েছিল শাহরুখের কলকাতা নাইট রাইডার্স। কিন্তু দল কেনার জন্য তা যথেষ্ট ছিল না। অন্যান্য ৫টি সংস্থা আহমেদাবাদ, মুম্বই, দিল্লি, লখনউ ও ব্যাঙ্গালোর শহরের দল জিতে নেন।
মেয়েদের আইপিএলে দল কেনার জন্য ৬৬৬ কোটি দর দিয়েছিল শাহরুখের কলকাতা নাইট রাইডার্স। কিন্তু দল কেনার জন্য তা যথেষ্ট ছিল না। অন্যান্য ৫টি সংস্থা আহমেদাবাদ, মুম্বই, দিল্লি, লখনউ ও ব্যাঙ্গালোর শহরের দল জিতে নেন।
advertisement
4/8
বিডে দল না পেলেও এখনই হাল ছাড়তে নারাজ শাহরুখ খানের সংস্থা।  ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের ভক্তদের আশ্বস্ত করেছে যে তারা ওমেনস প্রিমিয়ার বিগে আবার দল কেনার জন্য যথাসাধ্য চেষ্টা করবে।
বিডে দল না পেলেও এখনই হাল ছাড়তে নারাজ শাহরুখ খানের সংস্থা। ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের ভক্তদের আশ্বস্ত করেছে যে তারা ওমেনস প্রিমিয়ার বিগে আবার দল কেনার জন্য যথাসাধ্য চেষ্টা করবে।
advertisement
5/8
দল না পেলেও কলকাতার সমর্থকদের কিছুটা হলে খুশি খবর শুনিয়েছে শাহরুখের সংস্থা। দল না পেলেও ইডেনে মহিলা আইপিএলের ম্যাচ আয়োজনের পথ খোলা রয়েছে বলে জানিয়েছে কেকেআর।
দল না পেলেও কলকাতার সমর্থকদের কিছুটা হলে খুশি খবর শুনিয়েছে শাহরুখের সংস্থা। দল না পেলেও ইডেনে মহিলা আইপিএলের ম্যাচ আয়োজনের পথ খোলা রয়েছে বলে জানিয়েছে কেকেআর।
advertisement
6/8
কলকাতা নাইট রাইডার্স বার্তায় লিখেছে, ‘ভেন্যু হিসেবে কলকাতা এখনও খোলা রয়েছে! আমরা ইডেনে ওমেন্স প্রিমিয়ার লিগ নিয়ে আসব, এটা শুধু সময়ের ব্যাপার। দল না পেলেও মেয়েদের ক্রিকেটের উন্নতিসাধনে আমাদের তরফ থেকে কোনও ত্রুটি থাকবে না।'
কলকাতা নাইট রাইডার্স বার্তায় লিখেছে, ‘ভেন্যু হিসেবে কলকাতা এখনও খোলা রয়েছে! আমরা ইডেনে ওমেন্স প্রিমিয়ার লিগ নিয়ে আসব, এটা শুধু সময়ের ব্যাপার। দল না পেলেও মেয়েদের ক্রিকেটের উন্নতিসাধনে আমাদের তরফ থেকে কোনও ত্রুটি থাকবে না।'
advertisement
7/8
প্রসঙ্গত, প্রথম মহিলা আইপিএলে যে ৫টি দলের মালিক হল ১২৮৯ কোটি আহমেদাবাদের দল কিনেছে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। রা ৯১২ কোটি ৯৯ লক্ষ টাকায় মুম্বই দল নিয়েছে ন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড।
প্রসঙ্গত, প্রথম মহিলা আইপিএলে যে ৫টি দলের মালিক হল ১২৮৯ কোটি আহমেদাবাদের দল কিনেছে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। রা ৯১২ কোটি ৯৯ লক্ষ টাকায় মুম্বই দল নিয়েছে ন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড।
advertisement
8/8
এছাড়া  ৯০১ কোটি টাকা দিয়ে ব্যাঙ্গালোরের দল কিনেছে আরসিবি। ৮১০ কোটি টাকা টাকায় দিল্লির দল কিনেছে জেএসডব্লিউ জিএমআর ক্রিকেট। পঞ্চম দল হিসেবে লখনউকে কিনেছে কেপ্রি গ্লোবাল হোল্ডিংস। খরচ করেছে ৭৫৭ কোটি টাকা।
এছাড়া ৯০১ কোটি টাকা দিয়ে ব্যাঙ্গালোরের দল কিনেছে আরসিবি। ৮১০ কোটি টাকা টাকায় দিল্লির দল কিনেছে জেএসডব্লিউ জিএমআর ক্রিকেট। পঞ্চম দল হিসেবে লখনউকে কিনেছে কেপ্রি গ্লোবাল হোল্ডিংস। খরচ করেছে ৭৫৭ কোটি টাকা।
advertisement
advertisement
advertisement