corona virus btn
corona virus btn
Loading

‘স্যান্টা মাহি’কে নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া !

‘স্যান্টা মাহি’কে নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া !
Photo: PTI

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও ধোনিদের দেখা গিয়েছে স্যান্টার টুপি মাথায় পড়তে ৷

  • Share this:

#মুম্বই: টেস্ট, ওয়ান ডে-র পর টি২০ সিরিজেও ভরাডুবি লঙ্কা-বাহিনীর ৷ এবার তো হোয়াইটওয়াশই হতে হল ধনঞ্জয়দের ৷ কটক, ইন্দওরের পর মুম্বইতে শেষ টি২০-তেও হার শ্রীলঙ্কার ৷ সিরিজ ৩-০ ৷ দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে আত্মবিশ্বাস অনেকাংশেই বাড়িয়ে রাখল টিম ইন্ডিয়া ৷ অ্যাঞ্জেলো ম্যাথিউজদের হোয়াইটওয়াশ করেই ক্রিসমাস সেলিব্রেশনে মাতল টিম ইন্ডিয়া ৷ ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও ধোনিদের দেখা গিয়েছে স্যান্টার টুপি মাথায় পড়তে ৷

স্যান্টা টুপি পরে মাঠেই ট্রফি হাতে সেলিব্রেশন করতে থাকে ভারতীয় দল। ধোনিও বাদ ছিলেন না সেই উৎসবে। ধোনিকে  টুপি পরিয়ে দেন কুলদীপ যাদব। ধোনিকে স্যান্টা টুপি পরে দেখে আনন্দে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম ৷ শুধু স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাই নন, স্যান্টা টুপি পরা ধোনির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ধোনিকে নিয়ে একের পর এক টুইট করতে থাকেন তাঁর ফ্যানরা। সেগুলো কী দেখে নিন ৷

Capture2

Capture

First published: December 25, 2017, 2:35 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर