WPL Mega Auction: গতবারের WPL জেতা দলটাকেই ধরে রাখতে চেয়েছিলাম! মেগা নিলাম নিয়ে বললেন নীতা আম্বানি
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
WPL Mega Auction: দুবারের উইমেন্স প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মম্বই ইন্ডিয়ান্স ২০২৬ সালের WPL-এ ভাল ফল করার বিষয়ে বেশ আত্মবিশ্বাসী। এর মূল কারণ হল নতুন মরশুমে কারণ বৃহস্পতিবার নয়াদিল্লিতে হওয়া মহিলা ক্রিকেটারদের মেগা নিলামে তারা আগের চ্যাম্পিয়ন দলের বেশিরভাগ ক্রিকেটারকে আবার দলে নিতে পেরেছে।
নয়াদিল্লি: দুবারের উইমেন্স প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মম্বই ইন্ডিয়ান্স ২০২৬ সালের WPL-এ ভাল ফল করার বিষয়ে বেশ আত্মবিশ্বাসী। এর মূল কারণ হল নতুন মরশুমে কারণ বৃহস্পতিবার নয়াদিল্লিতে হওয়া মহিলা ক্রিকেটারদের মেগা নিলামে তারা আগের চ্যাম্পিয়ন দলের বেশিরভাগ ক্রিকেটারকে আবার দলে নিতে পেরেছে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার নীতা আম্বানি বলেন, “নিলামের দিনগুলো খুবই উত্তেজনাপূর্ণ থাকে, যদিও কখনও কখনও একটু নার্ভাসও লাগে। আমাদের স্ট্র্যাটেজি ছিল ২০২৫ সালের আমাদের জয়ী দল থেকে যত বেশি ক্রিকেটারকে সম্ভব আবার দলে নেওয়া। আমি খুবই খুশি যে অ্যামেলিয়া কেরকে আবার পেয়েছি এবং আমাদের চারজন এস- শাবনিম, সাইকা, সজনা এবং সংস্কৃতিকে ফের দলে নিতে পেরেছি“।
advertisement
সেই সঙ্গে দলে তরুণ এবং অভিজ্ঞদের ভারসাম্য বজায় রাখতে পেরেছেন নীতা আম্বানি। সেই নিয়ে তিনি বলেন, “আমরা খুবই উত্তেজিত তিনজন তরুণ প্রতিভাকে স্বাগত জানাতে। যার মধ্যে রয়েছে রাহিলা ফিরদৌস, নাল্লা ক্রান্তি রেড্ডি এবং ত্রিবেণী বশিষ্ঠ্য। আমি এই সুযোগে পুনম খেমনার, মিলি ইলিংওর্থ এবং নিকোলা ক্যারিকে মুম্বই ইন্ডিয়ান্স পরিবারে স্বাগত জানাই।”
advertisement
সেই সঙ্গে পুরনো দলের ক্রিকেটারদের মধ্যে দলে রিটেইন করা হয়েছে হরমনপ্রীত কওর, ন্যাট শিভার ব্রান্ট, হ্যালি ম্যাথিউস, আমনজ্যোৎ কওর এবং জি কমলিনীকে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 28, 2025 4:01 PM IST

