হুরহুড়িয়ার জঙ্গল যেন 'স্বর্গ'...! চন্দ্রকোনার এই জায়গাটি চেনেন? শীতের ভ্রমণে মিস করলে আফসোস করবেন

Last Updated:
West Bengal Tourism: এই শীতে তো অনেক জায়গা ঘুরেছেন, জানেন কি চন্দ্রকোনার এই জায়গাটির কথা? যেখানে আপনি পিকনিক করতে পারবেন নিরিবিলিতে।পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ভগবন্তপুর অঞ্চলে লুকিয়ে আছে এক টুকরো নিশ্চিন্তার সবুজ রাজ্য।
1/9
চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর: এই শীতে তো অনেক জায়গা ঘুরেছেন, জানেন কি চন্দ্রকোনায় এই জায়গাটির কথা? যেখানে আপনি পিকনিক করতে পারবেন নিরিবিলিতে।পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ভগবন্তপুর অঞ্চলে লুকিয়ে আছে এক টুকরো নিশ্চিন্তার সবুজ রাজ্য।
চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর: এই শীতে তো অনেক জায়গা ঘুরেছেন, জানেন কি চন্দ্রকোনায় এই জায়গাটির কথা? যেখানে আপনি পিকনিক করতে পারবেন নিরিবিলিতে।পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ভগবন্তপুর অঞ্চলে লুকিয়ে আছে এক টুকরো নিশ্চিন্তার সবুজ রাজ্য।
advertisement
2/9
এটি হল হুরহুড়িয়া ও কামারখালির জঙ্গল।জঙ্গলের পর জঙ্গল পেরিয়ে চোখে পড়ে শুধু সবুজ, আর তার মাঝেই হঠাৎ দেখা মেলে স্বচ্ছ জলের চোখ ধাঁধান এক জলাশয়।শীতের মিঠেকড়া রোদ, ঠান্ডা বাতাসে পাতার দোল, আর ছুটির দিনে শহরের কোলাহল থেকে দূরে এ যেন এক অনাবিল শান্তির ঠিকানা।
এটি হল হুরহুড়িয়া ও কামারখালির জঙ্গল।জঙ্গলের পর জঙ্গল পেরিয়ে চোখে পড়ে শুধু সবুজ, আর তার মাঝেই হঠাৎ দেখা মেলে স্বচ্ছ জলের চোখ ধাঁধান এক জলাশয়।শীতের মিঠেকড়া রোদ, ঠান্ডা বাতাসে পাতার দোল, আর ছুটির দিনে শহরের কোলাহল থেকে দূরে এ যেন এক অনাবিল শান্তির ঠিকানা।
advertisement
3/9
ক্রিসমাস থেকে নিউ ইয়ার, প্রতি বছরই শীত নামলেই এখানকার পরিবেশ জমে ওঠে বনভোজনের আনন্দে। স্থানীয়দের আশা, আগের বছরের মতো এবারও ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির শুরু ভিড়ে ভরে উঠবে এই জঙ্গল। এখানে এসে প্রকৃতির কোলে কাটান এক নির্ভেজাল দিন। যার টানের কাছে হার মানে শহরের যে কোনও সাজানো প্যাকেজ ট্যুর।
ক্রিসমাস থেকে নিউ ইয়ার, প্রতি বছরই শীত নামলেই এখানকার পরিবেশ জমে ওঠে বনভোজনের আনন্দে। স্থানীয়দের আশা, আগের বছরের মতো এবারও ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির শুরু ভিড়ে ভরে উঠবে এই জঙ্গল। এখানে এসে প্রকৃতির কোলে কাটান এক নির্ভেজাল দিন। যার টানের কাছে হার মানে শহরের যে কোনও সাজানো প্যাকেজ ট্যুর।
advertisement
4/9
শান্ত জলাধার, যার জলে ধরা পড়ে আকাশের নীল, আর চারদিকে বনানির সবুজে মোড়ানো শান্ত পরিবেশ, এখানে এলেই মনটা অন্যরকম হয়ে যায়। পরিবার, বন্ধু সবাই মিলে এখানে এসে কেউ রান্নায় ব্যস্ত। কেউ মাদুর পেতে রোদ পোহাচ্ছে, আবার কেউ দু’পা হেঁটে যাচ্ছে জঙ্গলের পথ ধরে।
শান্ত জলাধার, যার জলে ধরা পড়ে আকাশের নীল, আর চারদিকে বনানির সবুজে মোড়ানো শান্ত পরিবেশ, এখানে এলেই মনটা অন্যরকম হয়ে যায়। পরিবার, বন্ধু সবাই মিলে এখানে এসে কেউ রান্নায় ব্যস্ত। কেউ মাদুর পেতে রোদ পোহাচ্ছে, আবার কেউ দু’পা হেঁটে যাচ্ছে জঙ্গলের পথ ধরে।
advertisement
5/9
বাচ্চারা দৌড়ঝাঁপ করছে তো বড়রা গল্প আর হাসির আড্ডায় ভরিয়ে তুলছে শীতের সকাল।পিকনিক করতে যাদের ভাল লাগে, তাদের কাছে হুরহুড়িয়া ও কামারখালির জঙ্গল যেন স্বর্গ।
বাচ্চারা দৌড়ঝাঁপ করছে তো বড়রা গল্প আর হাসির আড্ডায় ভরিয়ে তুলছে শীতের সকাল।পিকনিক করতে যাদের ভাল লাগে, তাদের কাছে হুরহুড়িয়া ও কামারখালির জঙ্গল যেন স্বর্গ।
advertisement
6/9
যে কেউ একবার এলে বলবে
যে কেউ একবার এলে বলবে "এত শান্ত, এত নিরিবিলি জায়গা আগে কেন জানা ছিল না!"এখানকার পরিবেশের সবচেয়ে বড় শক্তি হল নিরিবিলি প্রকৃতি ও নিরাপত্তা। স্থানীয় মানুষজন ভিজিটরদের ভালভাবেই গাইড করে, ফলে এখানে দিন কাটানো হয়ে ওঠে বেশ আরামদায়ক।
advertisement
7/9
শীত নামার সঙ্গে সঙ্গেই হুরহুড়িয়া ও কামারখালির জঙ্গল যেন নতুন প্রাণ ফিরে পায়। রোজকার ব্যস্ততার মাঝে একটু থামা, একটু শ্বাস নেওয়া, আর পরিবারের সঙ্গে সময় কাটাবার এই সুযোগকে হাতছাড়া করতে চান না কেউই।
শীত নামার সঙ্গে সঙ্গেই হুরহুড়িয়া ও কামারখালির জঙ্গল যেন নতুন প্রাণ ফিরে পায়। রোজকার ব্যস্ততার মাঝে একটু থামা, একটু শ্বাস নেওয়া, আর পরিবারের সঙ্গে সময় কাটাবার এই সুযোগকে হাতছাড়া করতে চান না কেউই।
advertisement
8/9
স্থানীয়দের আশা এই বছরও দূরদূরান্ত থেকে মানুষ এসে ভরিয়ে তুলবে জঙ্গলপথ, জমে উঠবে বনভোজনের রঙিন মুহূর্ত। সবুজের ছায়া, খোলা আকাশ, শান্ত জলাধার আর শীতের রোদ একদিনের জন্য হলেও প্রকৃতির কোলে গা ভিজিয়ে নেওয়ার এটা এক দুর্দান্ত জায়গা।
স্থানীয়দের আশা এই বছরও দূরদূরান্ত থেকে মানুষ এসে ভরিয়ে তুলবে জঙ্গলপথ, জমে উঠবে বনভোজনের রঙিন মুহূর্ত। সবুজের ছায়া, খোলা আকাশ, শান্ত জলাধার আর শীতের রোদ একদিনের জন্য হলেও প্রকৃতির কোলে গা ভিজিয়ে নেওয়ার এটা এক দুর্দান্ত জায়গা।
advertisement
9/9
তাই শীতের ছুটিতে যদি কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে, হুরহুড়িয়া আর কামারখালির জঙ্গলের মুখোমুখি দাঁড়িয়ে দেখুন, প্রকৃতি কতটা শান্ত, কতটা আপন, আর কতটা আপনাকে টেনে নেয় নিজের কোলে।
তাই শীতের ছুটিতে যদি কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে, হুরহুড়িয়া আর কামারখালির জঙ্গলের মুখোমুখি দাঁড়িয়ে দেখুন, প্রকৃতি কতটা শান্ত, কতটা আপন, আর কতটা আপনাকে টেনে নেয় নিজের কোলে।
advertisement
advertisement
advertisement