রাজ্যের মোট এসিপি থেকে এসডিপিও স্তরে বড় রদবদল! মোট ৫৭ জন পুলিশকর্তার বদলি
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:Rounak Dutta Chowdhury
Last Updated:
এসডিপিও ও এসিপি-স্তরে রদবদল হতে চলেছে। জানা গিয়েছে রাজ্যপুলিশের মোট ৫৭ জন পুলিশ কর্তাকে বদলি করা হল ।
কলকাতা: এসডিপিও ও এসিপি-স্তরে রদবদল হতে চলেছে। জানা গিয়েছে রাজ্যপুলিশের মোট ৫৭ জন পুলিশ কর্তাকে বদলি করা হল । এই বদলির তালিকায় রয়েছে ব্যারাকপুর, বিধাননগর, আসানসোল-দুর্গাপুর, চন্দননগর, হাওড়া-সহ বিভিন্ন পুলিশ কমিশনারেট এবং সুন্দরবন, মুর্শিদাবাদ, বাঁকুড়া, আলিপুরদুয়ার, দার্জিলিং সহ একাধিক জেলা পুলিশের কর্তারা। মূলত পুলিশ আধিকারিকদের বদলি করা হয়েছে ।
পুলিশ সূত্রে খবর, বর্তমানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি তনয় চ্যাটার্জিকে বদলি করা হয়েছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিষ্ণুপুরে। তাঁকে এসডিপিও পদে বদলি করা হয়েছে।
আরও পড়ুন: কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের ঘাটতি চরমে! ৫০% পদ ফাঁকা! অবশেষে শুরু হবে নিয়োগ
বারাসত পুলিশ জেলার হাবড়ার এসডিপিও পদ থেকে প্রসেনজিৎ দাসকে সুন্দরবনের মন্দিরবাজারের এসডিপিও পদে পাঠানো হয়েছে। বিধাননগর কমিশনারেটে এসিপি পদে থাকা দীপ কুমার দাসকে বনগাঁ পুলিশ জেলার এসডিপিও পদে পাঠানো হল। অন্যদিকে, আসানসোল-দুর্গাপুরের পুলিশ আধিকারিক ইপ্সিতা দত্তকে বদলি করে বিধাননগরের এসিপি পদে পাঠানো হচ্ছে। ব্যারাকপুর কমিশনারেটের পার্থ রঞ্জন মণ্ডলকে হাওড়া কমিশনারেটে এসিপি করা হয়েছে ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 28, 2025 3:33 PM IST

