South 24 Parganas News: 'লোন লাগবে' বলে ডেকে এ কী কাণ্ড! ঋণ নেওয়ার অছিলায় অপহরণ এজেন্টদের! ঢোলাহাটে গ্রেফতার ৩
- Reported by:Nawab Ayatulla Mallick
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
South 24 Parganas News: ঋণ নেবে বলে ডেকে পাঠিয়ে ৩ লোন এজেন্টকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হল তিন যুবককে। অপহরণকারীদের হাত থেকে দ্রুত ওই লোন এজেন্টদের উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানা এলাকায়।
ঢোলাহাট, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ঋণ নেবে বলে ডেকে পাঠিয়ে ৩ লোন এজেন্টকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হল তিন যুবককে। অপহরণকারীদের হাত থেকে দ্রুত ওই লোন এজেন্টদের উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, ঋণ নেওয়ার কথা জানিয়ে ঋণগ্রহীতা ও ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে মধ্যস্থতাকারী তিনজন লোন এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ওই তিন যুবক।
বারুইপুর ও হুগলি এলাকা থেকে ওই লোন এজেন্টরা কথাবার্তা বলতে এলে তাঁদের অপহরণ করে আটকে রাখা হয়। মুক্তিপণ হিসেবে প্রায় ৮ লক্ষ টাকা দাবি করে অপহরণকারীরা। গোপনসূত্রে খবর পেয়ে ঢোলাহাট থানার পুলিশ ঢোলাহাটের বাসিন্দা ওই তিন অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।
advertisement
advertisement
সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় অপহৃতদের। অপহরণকারীদের কাছ থেকে পুলিশ একটি আগ্নেয়াস্ত্র ও অপহরণে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করে। ধৃত তিনজনকে কাকদ্বীপ আদালতে তোলা হলে আদালতের নির্দেশে তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধৃতদের গ্রেফতার করে তাদের সঙ্গে আর কেউ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এদিকে লোন প্রদানকারী সংস্থার কাছ থেকে অতিরিক্ত তথ্য নেওয়া হচ্ছে। ওই এজেন্টরা কেন ওখানে গেল সেই বিষয়টিও জানা যাচ্ছে। যদিও প্রাথমিকভাবে উঠে এসেছে ধৃতরাই লোন নেবে বলে প্রতরণার ফাঁদটি ফেলেছিল। আগে এমন কাজ তারা করেছে কিনা সেই বিষয়টিও দেখা হচ্ছে। পুলিশের এই ঘটনায় দ্রুত পদক্ষেপ করায় খুশি সকলেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Nov 28, 2025 3:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: 'লোন লাগবে' বলে ডেকে এ কী কাণ্ড! ঋণ নেওয়ার অছিলায় অপহরণ এজেন্টদের! ঢোলাহাটে গ্রেফতার ৩








