ISL ফাইনালে হার মোহনবাগানের, ট্রফির কাছে গিয়েও স্বপ্নভঙ্গ সবুজ-মেরুনের

Last Updated:

Isl Final 2024 Mohunbagan vs Mumbai city Fc score: ত্রিমুকুটের স্বপ্নভঙ্গ মোহনবাগানের। আইএসএল ফাইনালে মুম্বই সিটি এফসির কাছে ১-৩ গোলে হারল মোহনবাগান। আইএসএলে লিগ-শিল্ড জেতা মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়া হল না এবার।

মোহনবাগান ১ (কামিংস)
মুম্বই সিটি ৩ (দিয়াস, বিপিন, ইয়াকুব)
কলকাতা: একেই হয়তো বলে, স্বপ্নকে খুব কাছ থেকে ছুঁয়ে দেখা!
advertisement
ত্রিমুকুটের স্বপ্নভঙ্গ মোহনবাগানের। আইএসএল ফাইনালে মুম্বই সিটি এফসির কাছে ১-৩ গোলে হারল মোহনবাগান। আইএসএলে লিগ-শিল্ড জেতা মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়া হল না এবার।
যুবভারতীর ফাইনালে প্রথমার্ধে এগিয়ে যায় মোহনবাগান। জেসন কামিংসের গোলে এগিয়ে গিয়েছিল কলকাতার দল। দ্বিতীয়ার্ধে মুম্বইকে অক্সিজেন জোগান জর্জে পেরেরা দিয়াস।
advertisement
আরও পড়ুন- রিঙ্কু সিংকে নিয়ে বড় দাবি সৌরভের, বিশ্বকাপের ভারতীয় দল নিয়ে মুখ খুললেন ‘দাদা’
মুম্বইয়ের হয়ে দ্বিতীয় গোল করেন বিপিন সিংহ। তৃতীয় গোল ইয়াকুব ভোজটাসের। এবার নিয়ে দু’বার মোহনবাগানের বিরুদ্ধে টুর্নামেন্ট ফাইনালে গোল করলেন বিপিন। এর আগে ২০২১ সালেও তিনি গোল করেছিলেন।
এদিন যোগ্য দল হিসেবেই জিতেছে মুম্বই। তা হয়তো মোহনবাগান সমর্থকদের অধিকাংশ মেনে নেবেন! কারণ শুরু থেকেই দাপট বজায় রেখেছিল মুম্বই। বল নিয়ন্ত্রণেও তারাই এগিয়ে ছিল। এর আগে লিগ-শিল্ডের ম্যাচে মোহনবাগান যা খেলেছিল, এদিন সেই খেলা খেলতে পারেনি হাবাসের দল।
advertisement
আরও পড়ুন- ২০২৪ আইপিএলের সেরা ‘আবিষ্কার’, সেই ক্রিকেটারের স্বপ্ন শেষ! ভয়ঙ্কর খারাপ খবর
প্রথমার্ধে খেই হারিয়ে ফেলা মোহনবাগান দ্বিতীয়ার্ধে কিছুটা খেলার হাল ধরে। তবে ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। মুম্বইয়ের ফুটবলাররা খেলা গুছিয়ে ফেলেছিল। আর তাতে লাগাতার চাপ বাড়তে থাকে মোহনবাগানের উপর। শেষ পর্যন্ত মুম্বই ম্যাচ বের করে নেয়।
বাংলা খবর/ খবর/খেলা/
ISL ফাইনালে হার মোহনবাগানের, ট্রফির কাছে গিয়েও স্বপ্নভঙ্গ সবুজ-মেরুনের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement