Jason Cummins : 'কে ইস্টবেঙ্গল, পরোয়া করি না', বলেছিলেন মোহনবাগান তারকা, তিনিই মধ্যমা দেখিয়ে বিতর্কে!

Last Updated:

Jason Cummins- ডার্বির আগের দিন বড় মুখ করে জেসন কামিন্স বলেছিলেন, 'ইস্টবেঙ্গলকে পরোয়া করি না।' তার ২৪ ঘণ্টা পর মুখ লুকনোর জায়গা থাকার কথা নয়।

News18
News18
কলকাতা : ডার্বির আগের দিন বড় মুখ করে জেসন কামিন্স বলেছিলেন, ‘ইস্টবেঙ্গলকে পরোয়া করি না।’ তার ২৪ ঘণ্টা পর মুখ লুকনোর জায়গা থাকার কথা নয়। কারণ তাঁর কথাই বুমেরাং হয়ে ফেরে। কিন্তু হারের পর চূড়ান্ত অসভ্যতা করলেন কামিন্স। যা তাঁর মতো ফুটবলারের থেকে কাম্য নয়।
মোহনবাগান টিম বাস স্টেডিয়াম ছাড়ার সময় ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্দেশে ‘মধ্যমা’ দেখান কামিন্স। যুবভারতীর বাইরে পতাকা নিয়ে দাঁড়িয়ে ছিলেন সমর্থকরা। মোহনবাগান বাস বেরোনোর সময় জয় ইস্টবেঙ্গল ধ্বনি ওঠে। বাসে দিমিত্রি পেত্রাতোসের পাশে বসে ছিলেন কামিন্স। আচমকা মুখ বাড়িয়ে সমর্থকদের উদ্দেশে মধ্যমা দেখান।
আরও পড়ুন- East Bengal: ভাঙা পায়েই জয়ের স্বাদ! ইস্টবেঙ্গলের টানে এই অবস্থায় স্টেডিয়ামে হাজির অমিও, চওড়া হাসি নিয়ে ফিরলেন বাড়ি
হার-জিত খেলার অঙ্গ। কিন্তু একজন বিশ্বকাপারের থেকে এরকম আচরণ নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। মোহনবাগানের এই অস্ট্রেলিয়ান বিশ্বকাপের মধ্যমা প্রদর্শন নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। অনেকেরই মনে পড়ছে বেশ কয়েক বছর আগে ভারতীয় দলের কোচ থাকাকালীন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার গ্রেগ চ্যাপেলের মধ্যমা প্রদর্শনের ঘটনা।
advertisement
advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাদ দেওয়ার ঘটনা নিয়ে যখন বিভিন্নভাবে সমালোচনা হচ্ছিল চ্যাপেলের, তখন ভারতীয় দলের কোচ থাকাকালীন ইডেনে টিম বাসে ওঠার সময় মধ্যমা প্রদর্শন করেছিলেন তিনি। কামিন্সের মিডিল ফিঙ্গার বা মধ্যমা প্রদর্শনের ঘটনা ময়দানের অনেকেই ভালভাবে নিচ্ছেন না।
যদিও পাল্টা যুক্তি মোহনবাগান সমর্থকদের রয়েছে। ইস্টবেঙ্গল সমর্থকরা প্রথমে অশ্লীল মন্তব্য এবং অঙ্গভঙ্গি করেন বলে দাবি তাঁদের। যখন মোহনবাগানের টিম বাস যুবভারতী থেকে বেরোচ্ছিল, তখন ইস্টবেঙ্গল সমর্থকরা মোহনবাগান দলের ফুটবলারদের উদ্দেশ্যে প্রথমে গালিগালাজ এবং অশ্লীল অঙ্গভঙ্গি করেন বলে দাবি। ‌
advertisement
যদিও সেই সময় ঘটনাস্থলে থাকা ইস্টবেঙ্গল সমর্থকদের দাবি, তারা শুধু স্টেন গান সেলিব্রেশন করছিলেন পেত্রাতোসকে দেখে। তবে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তুমুল বিতর্ক চলছে। উল্লেখ্য, পুরো ঘটনাটি নিউজ ১৮ বাংলার ক্যামেরায় ধরা পড়ে। কামিংসের মধ্যমা প্রদর্শনের ভিডিও নিউজ ১৮ বাংলার ক্যামেরায় ধরা পড়ে।
বাংলা খবর/ খবর/খেলা/
Jason Cummins : 'কে ইস্টবেঙ্গল, পরোয়া করি না', বলেছিলেন মোহনবাগান তারকা, তিনিই মধ্যমা দেখিয়ে বিতর্কে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement