East Bengal: ভাঙা পায়েই জয়ের স্বাদ! ইস্টবেঙ্গলের টানে এই অবস্থায় স্টেডিয়ামে হাজির অমিও, চওড়া হাসি নিয়ে ফিরলেন বাড়ি

Author :
Last Updated : খেলা
ডুরান্ডের ডার্বির আগের দিন সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো জানিয়েছিলেন চমকের কথা। প্রতিশ্রুতি দিয়েছিলেন, গত বারের থেকে ভাল খেলবে তাঁর দল। সেই চমক সত্যিই দেখালেন ব্রুজো। ঠিক যে যে জায়গায় গত বার ইস্টবেঙ্গলের সমস্যা হয়েছিল, সেই সব জায়গা ভরাট করেছেন তিনি। প্রান্ত ধরে বিপিন সিংয়ের মতো গতিশীল ফুটবলার এনেছেন। ডিফেন্সে আনোয়ার আলির সঙ্গে জুড়েছেন কেভিন সিবিলেকে। মিগুয়েল ফিগুয়েরা, হামিদ আহদাদের মতো বিদেশি এসেছে দলে। তাতেই বদলে গিয়েছে ইস্টবেঙ্গল।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/খেলা/
East Bengal: ভাঙা পায়েই জয়ের স্বাদ! ইস্টবেঙ্গলের টানে এই অবস্থায় স্টেডিয়ামে হাজির অমিও, চওড়া হাসি নিয়ে ফিরলেন বাড়ি
advertisement
advertisement