Mohun Bagan SG: ফেরান্দো-সাইমন দ্বৈরথ, বুধ সন্ধ্যায় যুবভারতীতে মোহনবাগান বনাম বেঙ্গালুরু
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:PARADIP GHOSH
Last Updated:
Mohun Bagan in ISL 2023-24: সাসপেনশন কাটিয়ে দলে ফিরছেন অনিরূধ থাপা। এশিয়ান গেমসের কারণে বাগান পাবে না সুমিত রাঠিকে। বেঙ্গালুরুতে নেই সুনীল ছেত্রী ও রোহিত দানু।
পারাদীপ ঘোষ, কলকাতা: দুরন্ত ফর্মে রয়েছে মোহনবাগান। আইএসএল শুরুর ম্যাচে পঞ্জাবকে ৩-১ গোলে উড়িয়ে দেওয়া, এএফসি কাপের গ্রুপ পর্বে ওড়িশার বিরুদ্ধে ৪-০ গোলে জয়। বুধবার বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগে ফুরফুরে মেজাজে কোচ ফেরান্দো। পুরো দলটাই যে ছন্দে রয়েছে! কামিংস, পেত্রাতোস, হুগো বুমোস, লিস্টন, অনিরূধ, সামাদ। দলে একাধিক ম্যাচ উইনার। একজন আটকে গেলে, ম্যাচ বার করে দিচ্ছেন অন্যজন। দশের আইএসএলে দৌড় শুরু মোহনবাগানের।
পঞ্জাবের পর এবার বেঙ্গালুরু। দশের আইএসএলে বুধবার দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। ভারতীয় ফুটবলের প্রেক্ষাপটে মোহনবাগান বনাম বেঙ্গালুরু মানেই টানটান লড়াই। বুধ সন্ধ্যার যুবভারতীও ব্যতিক্রম নয়। ম্যাচের আগেই দুই শিবিরে মাইন্ডগেম শুরু।
advertisement
advertisement
এশিয়ান গেমসের দলে থাকায় সুনীল ছেত্রী ও রোহিত দানুকে এই ম্যাচে পাবে না বেঙ্গালুরু। অন্যদিকে একই কারণে মোহনবাগান পাবে না সুমিত রাঠিকে। হাঁটুর চোটের কারণে আশিক কুরিয়ান আগেই ছিটকে গিয়েছেন। তবে সমর্থকদের জন্য ভাল খবর, ম্যাচ সাসপেনশন কাটিয়ে দলে ফিরছেন অনিরুধ থাপা। পঞ্জাবের বিরুদ্ধে সহজ জয় এলেও দলের খেলায় আরও উন্নতি চান কোচ জুয়ান ফেরান্দো। বলছেন, ‘‘দলে আরও উন্নতি প্রয়োজন। ছোটখাটো অনেক ব্যাপারেই সংশোধন করতে হবে। ছেলেরা পরিশ্রম করছে। মাঠে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’’
advertisement

বুধ সন্ধ্যার প্রতিপক্ষ সম্পর্কে ফেরান্দোর গলায় সমীহের সুর। বলছেন,”বেঙ্গালুরু যথেষ্ট শক্তিশালী দল। ওদের বেশিরভাগ ফুটবলারই একসঙ্গে অনেক দিন ধরে খেলছে। ওদের খেলায় একটা পরিকল্পনার ছাপ রয়েছে। গত মরশুমে আইএসএল, ডুরান্ড ও সুপার কাপ ফাইনালে উঠেছিল ওরা। সুনীল না থাকলেও বেঙ্গালুরুকে হালকাভাবে নেওয়ার প্রশ্নই নেই।”
advertisement
প্রতিপক্ষ সম্পর্কে বাগান কোচের গলায় যতটা সমীহের সুর, বেঙ্গালুরু কোচ সাইমন গ্রএসন ততটাই আগ্রেসিভ। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হারের হ্যাংওভার কাটিয়ে যুবভারতীতে নতুন করে শুরু করতে চান ইংলিশ বস। গুরপ্রীত সিং সাঁধু, জনসন সিং, রায়ান উইলিয়ামসদের কোচ বলছেন,”আমরা জানি আমাদের দল কি করতে পারে! মোহনবাগানকে হারানোটা অসম্ভব নয়! আমরা সেটা বিশ্বাস করি!”
advertisement
মোহনবাগান সমর্থকদের সুবিধার জন্য ম্যাচ শেষে সল্টলেক থেকে উল্টোডাঙ্গা, শিয়ালদহ, ধর্মতলা ও যাদবপুরে স্পেশ্যাল বাস সার্ভিস চালানো হবে। চালু থাকবে মেট্রো সার্ভিসও।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 27, 2023 10:26 AM IST