Mohun Bagan: মোহনবাগানে ফিরে এলেন হাবাস! এবার নতুন দায়িত্বে স্প্যানিশ ম্যানেজার
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
কলকাতা: মোহনবাগানে আবার ফিরে এলেন অ্যান্টনিও লোপেজ হাবাস। শুক্রবার এমনটাই জানা গিয়েছে ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে। কলকাতার সঙ্গে অতি পরিচিত এই স্প্যানিশ ফুটবল ম্যানেজার। হাবাস মোহনবাগানে ফিরলেন বটে, তবে কোচ নয়, এবার তিনি টেকনিক্যাল ডিরেক্টর। কোচ যেমন ছিলেন হুয়ান ফেরান্ডো তেমনই থাকবেন। হাবাস দেখবেন দলের বিভিন্ন ব্যাপার। তার মধ্যে বয়স ভিত্তিক দলের পারফরমেন্সের ব্যাপার থাকবে।
কলকাতা লিগে এবার খেলবে মোহনবাগান। সেখানে কোচ বাস্তব রায়। তাই বাস্তবকে কিছুটা পরামর্শ দেওয়ার প্রয়োজন হলে হাবাস থাকবেন সব সময়। তাছাড়া যেহেতু হাবাস নিজে দুবার আইএসএল চ্যাম্পিয়ন তাকে ভারতীয় ফুটবল সম্পর্কে নতুন করে বোঝার কিছু নেই। মোহনবাগান সম্পর্কেও তার অভিজ্ঞতা অনেক। ফুটবলারদের সঠিকভাবে গাইড করা এবং প্রয়োজনে কোচ হুয়ান ফেরান্ডকে পরামর্শ দেওয়া পুরোটাই দেখবেন তিনি।
advertisement
Official: Two-time Hero ISL champion Antonio Lopez Habas joins the side as our Technical Director!
Bienvenido señor! 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/bAyIFIQLkS
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) June 16, 2023
advertisement
তাছাড়া মোহনবাগান এবার এএফসি কাপ খেলবে। বেশ কিছু ফুটবলার ইতিমধ্যেই নিজেদের দলে নিতে সফল হয়েছে তারা। এখনও দেশি এবং বিদেশি কয়েকজন ফুটবলার নেওয়ার পরিকল্পনা আছে। হাবাস প্রয়োজনে গাইড করতে পারবেন বর্তমান মোহনবাগান কোচকে। হাবাস জানিয়েছেন, মোহনবাগান সবসময় স্পেশাল। ধন্যবাদ দলের অন্যতম মালিক মিস্টার গোয়েঙ্কাকে।
advertisement
ওঁর জন্যই আবার কলকাতায় আসছি। জানি সবুজ মেরুন সমর্থকরা আমার কাছে অনেক কিছু আশা করেন। তবে আমি এবার টেকনিক্যাল ডিরেক্টর। হুয়ান কোচ। দলকে সাহায্য করা আমার কাজ। আমাদের সকলের লক্ষ্য একটাই মোহনবাগানকে এশিয়া সেরা করা এবং আবার আইএসএল চ্যাম্পিয়ন করা।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 16, 2023 4:02 PM IST