ISL: আইএসএল-এর শুরুতেই ফিরল ডুরান্ডের আতঙ্ক! ২ গোলে এগিয়েও আটকে গেল মোহনবাগান

Last Updated:

MohonBagan Supergiants: এরপরে ম্যাচের আট মিনিটে এগিয়ে যায় মোহনবগান। রক্ষণের ভুলে খুব সহজে গোল পেয়ে যায় সবুজ-মেরুন ব্রিগেড। বাঁ দিক থেকে দৌড়ে এসে বক্সে ঢুকে পড়েন লিস্টন কোলাসো। দ্রুত গতির সেই বল ধরতে পারেননি মুম্বইয়ের গোলকিপার ফুর্বা লাচেনপা।

এগিয়ে থেকেও ড্র মোহনবাগানের
এগিয়ে থেকেও ড্র মোহনবাগানের
কলকাতা: ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ভঙ্গিতে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন বাগানের কোচ হোসে মোলিনা। প্রথম একাদশে জেসন কামিন্স, গ্রেগ স্টুয়ার্ট এবং কিছুটা পিছিয়ে দিমিত্রি পেত্রাতোস। রক্ষণে ছিলেন আলবার্তো রদ্রিগেজ। কিন্তু ম্যাচ শেষে রক্ষণ নিয়ে চিন্তার ভাঁজ গভীর হয়েছে কোচ থেকে মোহন সমর্থকদের।
ম্যাচের চার মিনিটের মাথাতেই মুম্বইয়ের প্রথম গোল হয়ে যায়। লালিয়ানজুয়ালা ছাংতের থেকে জন তোরাই পাস পেয়ে বল জালে জড়িয়ে দেন। কিন্তু লাইন্সম্যান পতাকা তুলে জানিয়ে দেন অফসাইড জানিয়ে দেন।  মুম্বইয়ের বিপিন অফসাইডে থাকায় গোল গ্রাহ্য হয়নি।
আরও পড়ুন: ৯০০ গোলের পর এবার এমন রেকর্ড গড়লেন রোনাল্ডো, যা বিশ্বে কারও নেই
এরপরে ম্যাচের আট মিনিটে এগিয়ে যায় মোহনবগান। রক্ষণের ভুলে খুব সহজে গোল পেয়ে যায় সবুজ-মেরুন ব্রিগেড। বাঁ দিক থেকে দৌড়ে এসে বক্সে ঢুকে পড়েন লিস্টন কোলাসো। দ্রুত গতির সেই বল ধরতে পারেননি মুম্বইয়ের গোলকিপার ফুর্বা লাচেনপা। জন তিরির পায়ে লেগে মুহূর্তেই তা মুম্বইয়ের জালে জড়িয়ে যায়। এরপরেই অবশ্য সমতা ফেরানোর সুযোগ পায় মুম্বই। ছাংতেকে পাস বাড়িয়ে দেন বিপিন। সেখান থেকে তা কারেলিসের দিকে। কিন্তু ফাঁকা গোল পেয়েও বাইরে বল মারেন কারেলিস।
advertisement
advertisement
আরও পড়ুন: রক্ষণ নিয়ে রয়েছে চিন্তা! মরশুম শুরুতে জয়ের লক্ষ্যে কোন রণনীতি মোহনবাগান কোচের
ঠিক এরপর থেকেই ম্যাচে নিজের আধিপত্য বিস্তার করতে থাকে মোহনবাগান। অন্যদিকে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ হারাতে থাকে মুম্বই। কোনও পাসই নিজেদের মধ্যে ঠিক ভাবে রাখতে পারছিল না তাঁরা। ম্যাচের ২৯ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে মোহনবাগান। কামিংসের বাড়ানো বল পান আশিস রাই। নিখুঁত ক্রসে তা গ্রেগ স্টুয়ার্টের উদ্দেশে বাড়িয়ে দেন তিনি। এরপরে স্টুয়ার্টের সাজানো বলে গোল করেন আলবার্তো। দ্বিতীয় অর্ধেো নিজেদের দাপট বজায় রাখলেও রক্ষণের ফাঁকফোঁকর বারবার বেরিয়ে পড়ছিল মোহন ব্রিগেডের। ম্যাচের ৭০ মিনিটের মাথায় প্রথম গোল শোধ করে মুম্বই। আর ম্যাচ শেষ হওয়ার কিছু মুহূর্ত আগে মোহনবাগানের জালে বল জড়িয়ে ড্র করে মুম্বই।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ISL: আইএসএল-এর শুরুতেই ফিরল ডুরান্ডের আতঙ্ক! ২ গোলে এগিয়েও আটকে গেল মোহনবাগান
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement