Mohammedan SC Supporter Death: ম্যাচ চলাকালীন স্টেডিয়ামেই মহমেডান সমর্থকের মৃত্যু, কলকাতা ময়দানে মর্মান্তিক ঘটনা
- Written by: ERON ROY BURMAN
- news18 bangla
- Published by:Sudip Paul
Last Updated:
Mohammedan SC Supporter Death: ফের কলকাতা ময়দানে এক ফুটবল সমর্থকের মৃত্যু। ম্যাচ চলাকালীন মাঠেই উত্তেজনায় অসুস্থ হয়ে পড়েন মহমেডান স্পোর্টিং ক্লাবের সমর্থক সিরাজউদ্দিন। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কলকাতা: ফের কলকাতা ময়দানে এক ফুটবল সমর্থকের মৃত্যু। বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের মহমেডান স্পোর্টিং ক্লাব ও আর্মি রেড দলের ম্যাচ ছিল। নৈশালোকে সেই ম্যাচ চলাকালীন মাঠেই উত্তেজনায় অসুস্থ হয়ে পড়েন মহমেডান স্পোর্টিং ক্লাবের সমর্থক সিরাজউদ্দিন। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ম্যাচ চলাকালীন মাঠেই অসুস্থ হয়ে জ্ঞান হারান সিরাজউদ্দিন। তিনি রাজকুমার নামেই পরিচিত ছিলেন। ময়াদেনে মহমেডান সমর্থক হিসেবে যথেষ্ট পরিচিত নাম ছিলেন তিনি। অসুস্থ হওয়ার পর আইএফএ এর অ্যাম্বুলেন্সে তাঁকে এস এস কে এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলেই জানা যাচ্ছে।
advertisement
advertisement
সিরাজউদ্দিন মৃত্যুর পর রাতে তাঁর বাড়িতে গিয়ে শোকগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত ও সহ সভাপতি সৌরভ পাল, দিলীপ নারায়ণ সাহা, মহামেডান স্পোর্টিং ক্লাব সচিব ইশতিয়াক আহমেদ। তাঁরা পরিবারকে সমবেদনা জানান। আগামি দিনে পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 31, 2023 11:28 PM IST










