Mohammedan SC Supporter Death: ম্যাচ চলাকালীন স্টেডিয়ামেই মহমেডান সমর্থকের মৃত্যু, কলকাতা ময়দানে মর্মান্তিক ঘটনা

Last Updated:

Mohammedan SC Supporter Death: ফের কলকাতা ময়দানে এক ফুটবল সমর্থকের মৃত্যু। ম্যাচ চলাকালীন মাঠেই উত্তেজনায় অসুস্থ হয়ে পড়েন মহমেডান স্পোর্টিং ক্লাবের সমর্থক সিরাজউদ্দিন। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

কলকাতা: ফের কলকাতা ময়দানে এক ফুটবল সমর্থকের মৃত্যু। বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের মহমেডান স্পোর্টিং ক্লাব ও আর্মি রেড দলের ম্যাচ ছিল। নৈশালোকে সেই ম্যাচ চলাকালীন মাঠেই উত্তেজনায় অসুস্থ হয়ে পড়েন মহমেডান স্পোর্টিং ক্লাবের সমর্থক সিরাজউদ্দিন। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ম্যাচ চলাকালীন মাঠেই অসুস্থ হয়ে জ্ঞান হারান সিরাজউদ্দিন। তিনি রাজকুমার নামেই পরিচিত ছিলেন। ময়াদেনে মহমেডান সমর্থক হিসেবে যথেষ্ট পরিচিত নাম ছিলেন তিনি। অসুস্থ হওয়ার পর আইএফএ এর অ্যাম্বুলেন্সে তাঁকে এস এস কে এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলেই জানা যাচ্ছে।
advertisement
advertisement
সিরাজউদ্দিন মৃত্যুর পর রাতে তাঁর বাড়িতে গিয়ে শোকগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত ও সহ সভাপতি সৌরভ পাল, দিলীপ নারায়ণ সাহা, মহামেডান স্পোর্টিং ক্লাব সচিব ইশতিয়াক আহমেদ। তাঁরা পরিবারকে সমবেদনা জানান। আগামি দিনে পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mohammedan SC Supporter Death: ম্যাচ চলাকালীন স্টেডিয়ামেই মহমেডান সমর্থকের মৃত্যু, কলকাতা ময়দানে মর্মান্তিক ঘটনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement