আগুনে জেদ নিয়ে এবার অস্ট্রেলিয়ায় নামবে শামি, দাবি ছোটবেলার কোচের

Last Updated:

Mohammed Shami will deliver his best for India in T20 World Cup believes coach Badruddin. নিজেকে প্রমাণের দ্বিগুণ ইচ্ছা নিয়ে অস্ট্রেলিয়ায় নামবে শামি, দাবি ছোটবেলার কোচের

ভারতের জার্সিতে অস্ট্রেলিয়ায় নামার জন্য মুখিয়ে আছেন শামি
ভারতের জার্সিতে অস্ট্রেলিয়ায় নামার জন্য মুখিয়ে আছেন শামি
#বেঙ্গালুরু: অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ছাত্র মহম্মদ শামিকে প্রথম দলে দেখতে না পেয়ে দুঃখ পেয়েছিলেন তিনি। শামির মতো ফাস্ট বোলার কেন রিজার্ভ দলে, মনের মধ্যে জেগেছিল প্রশ্নটা। কিন্তু বদরুদ্দিন কখনও মিডিয়াতে এই নিয়ে বিবৃতি দেননি। তবে তিনি খুশি এখন তার ছাত্র অস্ট্রেলিয়ায় যাচ্ছেন দেখে।
আরও পড়ুন - বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দিন শেষ হলেও পাঁচটি অবদানের জন্য ভোলা যাবে না সৌরভকে! দেখে নিন
হয়তো সুযোগও পেয়ে যেতে পারেন শামি। তার কথাতেই একসময় উত্তর প্রদেশ ছেড়ে কলকাতায় ক্লাব ক্রিকেট খেলতে এসেছিলেন শামি। তারপর বাকিটা ইতিহাস। ফিটনেস টেস্টে পাস করলেন মহম্মদ শামি। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে হয়েছিল এই টেস্ট। তাতে ফিট ঘোষিত হয়েছেন শামি।
advertisement
তবে দীপক চাহারকে নিয়ে সমস্যা থাকছেই। পিঠের সমস্যাকে পিছনে ফেলে ১৫ অক্টোবরের মধ্যে তাঁর সুস্থ হয়ে ওঠা কার্যত অসম্ভব বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে যশপ্রীত বুমরাহর পরিবর্ত পেসার হিসেবে টি-২০ বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে সুযোগ পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকছেন শামি।
advertisement
যা খবর, তাতে বৃহস্পতিবারের মধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছে যাবেন শামি। তাঁর সঙ্গেই শিবিরে যোগ দেবেন স্ট্যান্ড-বাই তালিকায় থাকা শ্রেয়স আয়ার, রবি বিষ্ণোইরা। শোনা যাচ্ছে, স্ট্যান্ড বাই তালিকায় আসছেন মহম্মদ সিরাজ। ১৩ অক্টোবর পারথে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অংশ নেবে রোহিত শর্মার দল।
advertisement
পরের দিন ব্রিসবেনে যাবেন তাঁরা। গাব্বায় ১৭ ও ১৯ অক্টোবর যথাক্রমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি প্রস্তুতি ম্যাচে খেলবে টিম ইন্ডিয়া। সেই দুই ম্যাচে শামিকে দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। বদরুদ্দিন পরিষ্কার জানিয়ে দিলেন শামির মধ্যে প্রচুর আগুন আছে এখনও। নিজেকে সুযোগ পেলে উজাড় করে দেবেন বিশ্বকাপে।
advertisement
তবে তাকে দলে না রাখার পেছনে নিশ্চয়ই ম্যানেজমেন্টের ভাবনার সম্মান করতে হবে বলছিলেন উত্তরপ্রদেশের তৃণমূল স্তরের এই কোচ। কিন্তু দেশের জার্সিতে যদি অস্ট্রেলিয়ার মাঠে বল করার সুযোগ পান শামি, তাহলে আগুন ছোটাবেন মুরাদাবাদ এক্সপ্রেস নিশ্চিত বদরউদ্দিন। দিনের শেষ শামির অভিজ্ঞতা ভারতীয় দলের সম্পদ হবে জানিয়ে দিলেন ছোটবেলার কোচ।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আগুনে জেদ নিয়ে এবার অস্ট্রেলিয়ায় নামবে শামি, দাবি ছোটবেলার কোচের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement