মহম্মদ শামির কেরিয়ার শেষ? ইডেন টেস্টের আগে এবার মুখ খুললেন গিল, দিলেন বড় ইঙ্গিত

Last Updated:

Shubman Gill Reaction On Mohammed Shami: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচের আগে এবার মহম্মদ শামিকে নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল।

News18
News18
কলকাতা: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচের আগে এবার মহম্মদ শামিকে নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল। শামির যোগ্যতা নিয়ে কোনও প্রশ্ন না থাকলেও, বোলারদের সাম্প্রতিক পারফরম্যান্সকে মাপকাঠি হিসেবে ধরেন গিল। প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপদের কথাও উদাহরণস্বরূপ বলেন ভারত অধিনায়ক।
প্রথম টেস্টের আগে গিল বলেন,”শামির কোয়ালিটি নিয়ে কোন প্রশ্ন নেই। কারণ ওই মাপের বোলার ভারতে বেশি নেই। তবে আমাদের মাথায় রাখতে হবে সাম্প্রতিক পারফরমেন্সে কে কোথায় দাঁড়িয়ে রয়েছে। আকাশ দীপ ও প্রসিদ্ধ কৃষ্ণা কীরকম বল করছে সেটা মাথায় রাখতে হবে। পাশাপাশি আরও দুই স্তম্ভ মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহ কী করতে পারে আমরা জানি। শামি ভাইয়ের মতো কেউ বাদ পড়লে কষ্ট হয়, কিন্তু আমাদের ভবিষ্যতের পরিকল্পনাও করতে হয়। আর শামিকে দলে নির্বাচন প্রসঙ্গে বলতে পারবেন নির্বাচকরা।”
advertisement
দক্ষিণ আফ্রিকার শক্তি নিয়েও সতর্ক ভারতীয় অধিনায়ক। প্রতিপক্ষ দল নিয়ে শুভমান গিল বলেন, “তারা টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন এবং পাকিস্তানে সিরিজ ড্র করেছে। যারা এশীয় কন্ডিশনে ভালো করে, তাদের মোকাবিলা করা সহজ নয়। তবে আমরা প্রস্তুত।” গিলের নেতৃত্বে ভারত সিরিজের শুরুতেই দারুণ পারফরম্যান্সের প্রত্যাশায়, আর দর্শকরাও অপেক্ষায় রয়েছেন এক রোমাঞ্চকর লড়াইয়ের।
advertisement
advertisement
প্রসঙ্গত, শামি ভারতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে বেশ কিছু দিন ধরেই জোলঘোলা চলছে। নির্বাচকদের বিরুদ্ধে মুখ খুলেছেন শামি, আগরকরও ফটনেসকে বেশি গুরুত্ব দিয়ে বিতর্ক আরও বাড়িয়েছেন। এমন পরিস্থিতিতে ইডেন টেস্ট চলাকালীন সাক্ষাৎ হতে পারে শামি-আগরকরের। কল্যাণীতে বাংসা বনাম অসম ম্যাচ দেখতে যেতে পারেন আগরকর। যদি এমনটা হয়, সেই সময় শামি-আগররের বরফ গলে কিনা সেটাই দেখার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মহম্মদ শামির কেরিয়ার শেষ? ইডেন টেস্টের আগে এবার মুখ খুললেন গিল, দিলেন বড় ইঙ্গিত
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement