IND vs SA: 'ভারতের অস্ত্রেই ভারতকে হারাতে আমরা তৈরি...', ইডেন টেস্টের আগে হুঁশিয়ারি প্রোটিয়া কোচের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs SA 1st Test: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে কঠিন সিরিজে নামছে ভারত। প্রোটিয়ারাও চাইছে ভারতের অস্ত্রেই ভারতকে বধ করতে।
অপেক্ষাকৃত দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতলেও, গত বছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াঅট ওয়াশ হওয়ার ক্ষত এখনও ভোলেনি ভারতীয় দল। ভারতে এসে স্পিন সহায়ক উইকেটে পাল্টা ভারতীয় দলকেই নাজেহাল করেছিল কিউইরা। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে কঠিন সিরিজে নামছে ভারত। প্রোটিয়ারাও চাইছে ভারতের অস্ত্রেই ভারতকে বধ করতে।
এখনও পর্যন্ত ইডেন গার্ডেন্সের উইকেট দেখে যা মনে হচ্ছে প্রথম দিন থেকেই বল টার্ন করতে পারে। দ্বিতীয়-তৃতীয় দিন থেকে তা আরও বাড়বে। ভারতীয় দলও প্রথম একাদশে ৩ স্পিনার রেখে রণনীতি সাজাচ্ছে। পাল্টা একই পথে হাঁটছে দক্ষিণ আফ্রিকা দলও। ভারত সফরে ৩ জন স্পিনার রয়েছে। কেশব মহারাজ, সেনুরান মুথুস্বামী ও সাইমন হারমার। এছাড়াও পার্টটাইম স্পিনার হিসেবে দলে রয়েছে এইডেন মার্করাম, ডিওয়াল্ড ব্রেভিসরা।
advertisement
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকেও প্রোটিয়া কোচের কথায় শোনা গিয়েছে তাদের স্পিন অ্যাটাক নিয়ে আত্মবিশ্বাসের সুর। ইডেনে স্পিন অস্ত্রেই ভারতকে পাল্টা চ্যালেঞ্জ দিতে যে তার দল প্রস্তুত তা বুঝিয়ে দিয়েছেন শুকরি কনরাড। তিনি বলেছেন, দলে ভাল মানের স্পিনার থাকলে সুবিধা। তাতে আত্মবিশ্বাস বাড়ে। এখন যে আক্রমণ আছে সেটা উপমহাদেশে অনেক বেশি কার্যকর।”
advertisement
advertisement
এছাড়াও প্রোটিয়া কোচ ভারতীয় দলকে কার্যত হুঁশিয়ারী দিয়ে রেখেছেন। কনরাড বলেছেন,”বিশ্বের যে কোনও দেশের তুলনায় ভারতের মাটিতে খেলা কঠিন। এ বার ভারতকে হারাতে আমরা তৈরি। দলের সকলের খিদে অনেক বেশি। ভারতকে হারানোর মতো অস্ত্র আমাদের দলে আছে। আশা করছি আমরা ইডেনে ম্যাচ জিতে ইতিহাস তৈরি করতে পারব।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 13, 2025 2:30 PM IST

