শামির বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করল পুলিশ

Last Updated:

মহম্মদ শামির বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল যাদবপুর থানা।

#কলকাতা: স্ত্রী হাসিন জাহানের সুইংয়ে বেসামাল তারকা ক্রিকেটার মহম্মদ শামি। স্ত্রী-র লিখিত অভিযোগের ভিত্তিতে ভারতীয় দলের পেসার মহম্মদ শামির বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল পুলিশ।
পাক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে ভারতীয় স্পিডস্টারের। এমনকী স্ত্রী হিসেবে হাসিনকে তাঁর প্রাপ্য সম্পত্তি থেকেও বঞ্চিত করেছেন তিনি। লালবাজারে গিয়ে এমনটাই লিখিত অভিযোগ করেছেন হাসিন। ভারতীয় দলের পেসারের বিরুদ্ধে বধূ নির্যাতন, মারধর, হুমকি, খুনের চেষ্টা, ধর্ষণের অভিযোগ জানিয়েছেন হাসিন ৷ শুধু তাই নয়, শামির দাদার সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করার জন্যেও জোর করা হয় তাঁকে বলে দাবি হাসিনের ৷
advertisement
হাসিনের অভিযোগ
advertisement
- পাকিস্তানের নাগরিক আলিশবা নামে এক মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে শামির
- দক্ষিণ আফ্রিকা সফরের পর আলিশবাকে নিয়ে দুবাই ও শ্রীলঙ্কা সফর করেন শামি
- আলিশবার সঙ্গে হোটেলে শারীরিক সম্পর্কও হয় সামির
- স্ত্রী হওয়া সত্ত্বেও শামি ও হাসিনের কোনও জয়েন্ট অ্যাকাউন্ট নেই
advertisement
- প্রাপ্য সম্পত্তি থেকে তাঁর অধিকার কেড়ে নিয়েছেন শামি
- নিজের প্রভাব খাটিয়ে হাসিনকে হেনস্থা করেছেন শামি
- প্রভাব খাটিয়ে হাসিনের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছেন শামি
- শামির বিরুদ্ধে বঞ্চনা ও প্রতারণার অভিযোগ দায়ের করেছেন হাসিন
হাসিনের লিখিত অভিযোগের ভিত্তিতে শামির বিরুদ্ধে বধূ নির্যাতন (৩৯৮এ), মারধর (৩২৩), খুনের চেষ্টা (৩০৭), ৩৭৬(ধর্ষণ), ৫০৬ (অপরাধমূলক ভীতি প্রদর্শন), ৩২৮ (বিষ দিয়ে হত্যার চেষ্টা) এবং ৩৩৪ (অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা) ধারায় মামলা দায়ের করা হয়েছে। শামির পরিবারের আরও চার জন দেওর, দেওরের স্ত্রী, শাশুড়ি এবং ননদের বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছেন হাসিন ৷ ডিভোর্সের জন্য তাঁকে ক্রমাগত চাপ দেওয়া হতো বলেও অভিযোগ হাসিনের ৷
advertisement
স্ত্রীর এমন বিস্ফোরণে লাইন-লেংথ হারিয়েছেন শামি। বোর্ডের চুক্তি থেকে বাদ পড়েছেন এই তারকা ক্রিকেটার। পাশাপাশি স্ত্রীর এমন অভিযোগের জেরেই কি বোর্ডের চুক্তি থেকে বাদ ? শুরু হয়েছে সেই জল্পনা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
শামির বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করল পুলিশ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement