মহম্মদ শামি কেন উত্তরপ্রদেশের হয়ে খেলেন না? নিজে মুখে জানালেন বড় কারণ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Mohammad Shami: মহম্মদ শামি কেন উত্তরপ্রদেশের হয়ে খেলেন না? কারণ শুনলে হা হয়ে যাবেন।
আমরোহা: উত্তরপ্রদেশের মানুষ তিনি। চেয়েছিলেন ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশের হয়ে খেলতে। কিন্তু ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। মহম্মদ শামি ঘরোয়া ক্রিকেটে খেললেন বাংলার হয়ে। ফলে জাতীয় স্তরে তাঁর গায়ে বাংলার পেসার তকমা লাগল।
এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, মহম্মদ শামি কেন উত্তরপ্রদেশের হয়ে খেলেন না! তার উত্তর অনেকেই জানেন না। শামির একসময়ের কোচ বদরুদ্দিন অভিযোগ করেছিলেন, প্রতিভা থাকা সত্ত্বেও উত্তরপ্রদেশে তাঁর ছাত্র রাজনীতির শিকার।
আরও পড়ুন- দ্রাবিড় আবার আইপিএলে! ভারতের নতুন কোচ তা হলে কে? সবার আগে জেনে নিন
কোচের বলা সেই কথাগুলো যেন শামির মুখে ফিরে এল আবার। সম্প্রতি বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করেছেন শামি। বিশ্বকাপ শেষে আমরোহায় বাড়িতে ফিরেছেন তিনি। একটি বেসরকারি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে শামি উত্তরপ্রদেশের ক্রিকেটে দুর্নীতি নিয়ে বোমা ফাটিয়েছেন।
advertisement
advertisement
শামি বলেছেন, আমি দুবার উত্তরপ্রদেশের রনজি টিমে খেলার জন্য ট্রায়াল দিয়েছি। তবে ফাইনাল রাউন্ড আসার আগেই ওরা আমাকে কার্যত লাথি মেরে বের করে দিয়েছিল।
শামি আরও বলেন, দ্বিতীয়বার সুযোগ না পাওয়ায় আমার ভাই গিয়ে নির্বাচকের সঙ্গে কথা বলে। প্রধান নির্বাচকের কথা আমাদের রাতের ঘুম উড়িয়ে দেয়। প্রধান নির্বাচক আমার ভাইকে বলে, আপনার ভাইয়ের প্রতিভা আছে। তবে ও যদি আমার চেয়ার নাড়িয়ে দিতে পারে তবেই একমাত্র সুযোগ পেতে পারে।
advertisement
“I had gone to give trials for the UP Ranji Trophy team for 2 years, but whenever the final round came, they used to kick me out.”
~ Mohammad Shami reveals why he moved to Bengal from UP.
pic.twitter.com/6prQYRjKoG
— Cricketopia (@CricketopiaCom) November 25, 2023
advertisement
শামি জানান, তার পরই তাঁর ভাই ট্রায়াল ফর্ম ছিড়ে ফেলেন। ইউপি ক্রিকেটের নির্বাচকদের নিয়ে একের পর এক বোমা ফাটিয়েছেন শামি। ইউপিসিএ-র সিইও অঙ্কিত চট্টোপাধ্যায় অবশ্য পাল্টা বলেছেন, এতদিন পর শামির এসব কথা মূল্যহীন। সেই সময় কে নির্বাচক ছিল তা জানা যায়নি। বাংলার হয়ে খেলা শামির এখন এসব অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছেন তিনি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2023 8:53 PM IST