'বাবর আজম পবিত্র গরুর মতো', পাক অধিনায়ককে চাচাছোলা আক্রমণ হাফিজের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Mohammad Hafiz On Babar Azam: পাকিস্তানে ভয়ঙ্কর গৃহযুদ্ধ। একটা ম্যাচ হারে এত কাণ্ড!
#করাচি: একটা ম্যাচ হারের পর পাকিস্তানে এখন ভয়ঙ্কর গৃহযুদ্ধ। যেমন-তেমন ম্যাচ তো নয়, ভারতের বিরুদ্ধে ম্যাচে হার। আর সেই হারের জন্য পাক অধিনায়ক বাবর আজমকেও ছেড়ে কথা বলছেন না পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা।
ভারতীয় দল পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছিল। বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া ভারতের হয়ে দুর্দান্ত খেলেছিলেন সেদিন। পাকিস্তানের হারের পর রেগে গিয়ে বাবর আজমের সমালোচনা করলেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার মহাম্মদ হাফিজ।
আরও পড়ুন- সিং ইজ কিং! জাহির, ইরফানের পর অর্শদীপকে পরবর্তী রত্ন সার্টিফিকেট কুম্বলের
পাকিস্তানের পরাজয়ের পর মহাম্মদ হাফিজ বলেছেন, 'বাবর আজম আসলে একটি পবিত্র গরুর মতো, যার সমালোচনা করা যায় না। এই নিয়ে টানা তিনবার বড় ম্যাচে বাবরের অধিনায়কত্বের ফাঁক দেখতে পাচ্ছি আমরা। ওর বয়স নাকি ৩২ বছর হলে আমরা নাকি বাবরের কাছ থেকে শিখব। কবে যে সেটা হবে কে জানে!
advertisement
advertisement
হাফিজ এদিন আরও বলেন, টিম ইন্ডিয়া যখন ৭ম থেকে ১১তম ওভার পর্যন্ত রান তুলতে হিমশিম খাচ্ছিল, সেই সময় বাবর আজম কেন স্পিনারদের ওভারের কোটা শেষ করেনি? তা হলেই তো শেষ ওভারটা পেসারকে দিয়ে করানো যেত। শেষ ওভারে তো আমরা ম্যাচটা ভারতীয় দলকে গিফট করে দিলাম।'
মহাম্মদ হাফিজ আরও বলেন, 'বাবর আজম কেন মহাম্মদ নওয়াজকে ২০তম ওভার দিল? এত গুরুত্বপূর্ণ ম্যাচে কীভাবে এত বড় ভুল করতে পারে ও! নওয়াজ একজন বাঁহাতি স্পিনার। একটা ভুল সিদ্ধান্ত ম্যাচ কেড়ে নিয়েছে।'
advertisement
আরও পড়ুন- কোহলি নিয়ে বিভোর গোটা বলিউড! নতুন গান বাঁধলেন গীতিকার জাভেদ আখতার
শেষ ওভারে জিততে টিম ইন্ডিয়ার দরকার ছিল ১৬ রান। এর পর পাক অধিনায়ক বাবর আজম বল তুলে দেন মহাম্মদ নওয়াজের হাতে, যা ভুল সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হয়। নওয়াজ ওই ওভারে হার্দিক পান্ডিয়া ও দীনেশ কার্তিককে আউট করলেও পাকিস্তানকে জয় এনে দিতে পারেননি। বিরাট কোহলি ৫৩ বলে ৮২ রান করেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 25, 2022 1:18 PM IST