সিং ইজ কিং! জাহির, ইরফানের পর অর্শদীপকে পরবর্তী রত্ন সার্টিফিকেট কুম্বলের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Anil Kumble rates Arshdeep Singh as next superstar left arm pacer after Zaheer Khan and Irfan. জাহির খান, ইরফানের পর অর্শদীপ ভারতীয় ক্রিকেটের পরবর্তী রত্ন! সার্টিফিকেট কুম্বলের
#মেলবোর্ন: মাসখানেক আগে এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ে পাকিস্তানের বিরুদ্ধেই ফেলেছিলেন সহজ ক্যাচ। তার জেরে বিদ্ধ হয়েছিলেন তুমুল সমালোচনায়। চাপিয়ে দেওয়া হয়েছিল ‘খালিস্তানি’ অপবাদও। মানসিক যন্ত্রণায় ঘুমোতে পারেননি সেই রাতে। দুঃস্বপ্নে হানা দিয়েছিল ক্যাচ ফেলার মুহূর্ত। তবে সতীর্থরা পাশে থাকায় ভেঙে পড়েননি অর্শদীপ সিং।
আরও পড়ুন - কোহলি নিয়ে বিভোর গোটা বলিউড! নতুন গান বাঁধলেন গীতিকার জাভেদ আখতার
বরং আরও ভালো বোলার হয়ে ওঠার দিকেই দিয়েছিলেন নজর। তবু খেদটা থেকেই গিয়েছিল। রবিবার টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত বোলিংয়ের পর সেই ক্ষতে পড়েছে মলম। ২৩ বছর বয়সি পেসার প্রথম বলেই বিপক্ষ অধিনায়ক বাবর আজমকে ফেরান। মহম্মদ রিজওয়ান, আসিফ আলিও তাঁর শিকার।
advertisement
চার উইকেটে পাক-বধের অন্যতম নায়ক প্রচারমাধ্যমকে বলেছেন, আমরা বাইরের আলোচনাকে শিবিরে ঢুকতে দিই না। কারা কোথায় কী বলছে, তা কানেই তুলি না আমরা। বরং একে অন্যের সাফল্য উপভোগ করি। খারাপ সময়ে পরস্পরের পাশে দাঁড়াই। এই হল টিম ইন্ডিয়ার ড্রেসিং রুম।
advertisement
🎥| Anil Kumble on Arshdeep Singh. Here, he also speaks about Damien Wright’s role in Arshdeep’s success.#SaddaPunjab pic.twitter.com/9TStJUakfZ
— PBKS Report (@PBKSreport) October 24, 2022
advertisement
অর্শদীপের ভূয়সী প্রশংসা করেছেন কিংবদন্তি অনিল কুম্বলে। প্রাক্তন লেগস্পিনার আইপিএলে পাঞ্জাব কিংসের কোচ থাকাকালীন খুব কাছ থেকে দেখেছেন বাঁহাতি পেসারের উত্থান। সেই অভিজ্ঞতা থেকে এক ক্রিকেট ওয়েবসাইটে কুম্বলে বলেছেন, ওর বয়স কম। তা সত্ত্বেও ওকে দারুণ পরিণত মনে হয়। চাপের মুখে ঘাবড়ে যায় না। ওর টেম্পারামেন্ট অসাধারণ।
ভুললে চলবে না, এশিয়া কাপের সেই ম্যাচে ক্যাচ ফেলার পরও শেষ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করেছিল। রবিবার মেলবোর্নে পাক ব্রিগেডের বিরুদ্ধে ৩২ রানে তিন উইকেট নেওয়া পারফরম্যান্স মুগ্ধ করেছে কুম্বলেকে। তাঁর মতে, ‘প্রথম বলেই বাবরকে ফেরানো অসাধারণ কৃতিত্ব। পাকিস্তানের তিনজন প্রধান ব্যাটসম্যানকে ফিরিয়েছে অর্শদীপ। হাইভোল্টেজ ম্যাচে যেভাবে ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সঙ্গে বলে করেছে, তা এক কথায় অনবদ্য।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 25, 2022 12:21 PM IST