কোহলি নিয়ে বিভোর গোটা বলিউড! নতুন গান বাঁধলেন গীতিকার জাভেদ আখতার

Last Updated:

Javed Akhtar writes new song on Virat Kohli and Abhishek Bachchan salutes the superstar. কোহলি নিয়ে বিভোর গোটা বলিউড! গান বাঁধলেন জাভেদ আখতার

বিরাটকে নিয়ে জাভেদের গান রচনা
বিরাটকে নিয়ে জাভেদের গান রচনা
#মুম্বই: দিওয়ালির উৎসবের সঙ্গে বিরাট ধামাকায় মুগ্ধ বলিউডও। টি-২০ বিশ্বকাপে ভারতের জয়ের স্রোতে গা ভাসিয়েছেন বিনোদন জগতের রূপকাররা।
আদ্যন্ত ক্রীড়াপ্রেমী অভিষেক বচ্চনের টুইট, খেলনা হো তো অ্যায়সা। কিং কোহলি। আইএসএলের টিম চেন্নাইয়ান এফসি’র মালিক মনে করেন, এমন স্পিরিটেড ক্রিকেটার ফের তৈরি হওয়া কঠিন।
বিরাটকে নিয়ে একটা আস্ত গান বেঁধে ফেলেছেন জাভেদ আখতার। তা ক্রমশ প্রকাশ্য। তিনি টুইট করেছেন, বিরাট, তোমার সাত খুন মাফ। অতীতের খারাপ পারফরম্যান্স আর মনে রেখ না। আমরাও রাখছি না। দীর্ঘজীবী হও। আর দেশকে এভাবেই ম্যাচের পর পর জেতাতে থাক। প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন ভারতীয় ক্রিকেট তারকার ব্যাটিং দেখে অভিব্যক্তির ভাষা হারিয়ে ফেলেছিলেন।
advertisement
advertisement
সেই অভিজ্ঞতাই ভাগ করে নিয়েছেন নেটিজেনদের সঙ্গে। তাঁর কথায়, বিরাট, তোমাকে কুর্নিশ। আমায় এভাবে কেউ চুপ করিয়ে রাখতে পারেনি। ফ্যালফ্যাল করে দেখেছি তোমার ব্যাটিং। ওই সময় মনে হচ্ছিল, বিশ্বের যাবতীয় সৌন্দর্য তোমার ব্যাটিংয়ে রয়েছে। আইপিএলে পঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টার কথায়, ভিকে, তুমি আমার হৃদস্পন্দন বাড়িয়ে দিলে। তোমার উদ্যমের প্রেমে পড়ে গিয়েছি। অসাধারণ জয় বয়েজ ইন ব্লু’র।
advertisement
কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিংয়ের বায়োপিকে কাজ করা ফারহান আখতার মুগ্ধ বিরাটরাজে। তাঁর টুইট, হোয়াট আ বস! তোমার খেলার গতি আমাকে বরাবর আকৃষ্ট করে। বোলারদের শাসন করতেই তোমার ক্রিকেট মাঠে পদার্পণ। রীতেশ দেশমুখ লিখেছেন, বিরাটের প্রতিটি শটে ছিল যেন আতসবাজির আস্ফালন।
advertisement
ক্রিকেটের আকর্ষণ যে ব্যাটেই লুকিয়ে রয়েছে, তা আবার প্রমাণ করেছে ভিকে। বিবেক অগ্নিহোত্রীর কথায়, বিরাট তোমাকে অভিনন্দন, আমাদের জোড়া দিওয়ালি উপহার দেওয়ার জন্য। ক্যাটরিনা কাইফের সংযোজন, ভিকের ব্যাটিং দেখে বুকভরে অক্সিজেন নিয়েছি।
যাতে আগামী দিনে বাড়তি উদ্যমে কাজ করতে পারি। যাকে নিয়ে এত কিছু সেই বিরাট কোহলি অবশ্য এই মুহূর্তে আর নিজের ওই ইনিংস মনে রাখতে চান না। পরবর্তী লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন তিনি।
বাংলা খবর/ খবর/খেলা/
কোহলি নিয়ে বিভোর গোটা বলিউড! নতুন গান বাঁধলেন গীতিকার জাভেদ আখতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement