Mithun Manhas : বীরেন্দ্র শেহওয়াগের স্ত্রী আরতীর সঙ্গে বিসিসিআই সভাপতির সম্পর্ক! তোলপাড় করা 'কাণ্ড', তলে তলে কী ঘটছে!

Last Updated:

Mithun Manhas-Arati Relation Rumor- তা হলে কি সত্যিই বিবাহবিচ্ছেদ হচ্ছে ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ ও আরতির!

News18
News18
কলকাতা: তা হলে কি সত্যিই বিবাহবিচ্ছেদ হচ্ছে বীরেন্দ্র শেহওয়াগ ও আরতির!
প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহস সম্প্রতি BCCI (ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড)-এর সভাপতি নিযুক্ত হয়েছেন। তবে সভাপতি হতেই তিনি একটি নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন, মিঠুন মানহস ভারতীয় দলের কিংবদন্তি ক্রিকেটারের স্ত্রীকে ডেট করছেন! এই জল্পনার মূল কারণ একটি ছবি, আর সেটি আচমকা ভাইরাল হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মিঠুন মানহস ও বীরেন্দ্র সেহওয়াগের স্ত্রী আরতী আহলাওয়াত-এর মধ্যে সম্পর্ক রয়েছে বলে দাবি করা হয়েছে। এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলছে। কয়েক মাস আগে একটি রিপোর্টে বলা হয়েছিল, শেহওয়াগ ও আরতী একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন।
advertisement
advertisement
এছাড়াও গুজব রটেছে, তাঁরা গত প্রায় এক বছর ধরে আলাদা থাকছেন এবং বিবাহবিচ্ছেদের পরিকল্পনা করছেন বলেও শোনা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনও পক্ষের তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ফলে এসব তথ্যকে এখনই নিশ্চিত বলে ধরা যায় না।
মিঠুন মানহস এবং বীরেন্দ্র সেহওয়াগ বহুদিনের বন্ধু। ২০২৫ সালে রজার বিনি-র কার্যকালের শেষে মিঠুন BCCI সভাপতি পদ গ্রহণ করেন। ৭ অক্টোবর সাংবাদিক অভিষেক ত্রিপাঠী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন, আর সেখান থেকেই এই আলোচনা নতুন করে গতি পায়।তাঁর পোস্টে তিনি ২০০৯ সালে মুরলী বিজয় ও দিনেশ কার্তিকের মধ্যে ঘটে যাওয়া সম্পর্ক-বিতর্কের প্রসঙ্গ তোলেন।
advertisement
এই ছবি ঘিরেই বিতর্ক।
এই ছবি ঘিরেই বিতর্ক।
অভিষেকের ওই পোস্ট কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং লক্ষাধিক ভিউ পায়। এই ঘটনার পর থেকেই মিঠুন মানহস, আরতী আহলাওয়াত ও বীরেন্দ্র সেহওয়াগ– এই তিনজনকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা-কল্পনা শুরু হয়। বীরেন্দ্র শেহওয়াগ এবং আরতী আহলাওয়াত-এর দুই ছেলেই সোশ্যাল মিডিয়ায় মিঠুন মানহসকে ফলো করে। এই বিষয়টি ভক্তদের নজরে আসার পর থেকেই এই সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়েছে।
advertisement
আরও পড়ুন- ১৪ বছরের তারকা ক্রিকেটার বৈভব সূর্যবংশী বিহার ভোটে বড়সড় দায়িত্বে
শুধু তাই নয়, ২০২১ সালে আরতী এবং মিঠুন মানহসের একটি একসঙ্গে তোলা ছবি সামনে আসার পর থেকে ভক্তদের সন্দেহ আরও বেড়েছে। এখনও পর্যন্ত বীরেন্দ্র সেহওয়াগ, আরতী আহলাওয়াত বা মিঠুন মানহস — এই তিনজনের কেউই এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mithun Manhas : বীরেন্দ্র শেহওয়াগের স্ত্রী আরতীর সঙ্গে বিসিসিআই সভাপতির সম্পর্ক! তোলপাড় করা 'কাণ্ড', তলে তলে কী ঘটছে!
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement