বিজেপিতে যোগ দিচ্ছেন মিতালি রাজ! প্রাক্তন ক্রিকেটারের ছবি ঘিরে জল্পনা

Last Updated:

Mithali Raj To Join Bjp: বিজেপিতে যোগ দিচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক!

#মুম্বই: ভারতীয় জনতা পার্টির সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন ক্রিকেটার মিতালি রাজ। এই বৈঠকের পর তিনি নাড্ডাকে একটি ফুলের তোড়াও উপহার দিয়েছেন।
জেপি নাড্ডা এবং মিতালির বৈঠকের ছবি সামনে আসার পরে স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়েছে। মিতালি রাজ কি তা হলে বিজেপিতে যোগ দিচ্ছেন! এমনই প্রশ্ন অনেকের মনে। মিতালির একজন ভক্ত তো জিজ্ঞাসা করে ফেলেছেন, কবে, কখন ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন তারকা ব্যাটর!
আরও পড়ুন- Wasim Akram : দুটো পয়সা দেন বলে কি যা ইচ্ছে করবেন ? ভারতীয় চ্যানেলের ওপর রেগে লাল ওয়াসিম আক্রম
এই বিষয়ে বিজেপি বা মিতালি রাজের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি। তবে এই বৈঠকের পর মিতালির বিজেপিতে যোগদান সময়ের অপেক্ষা বলে মনে করছেন অনেকে।
advertisement
advertisement
চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মিতালি। মহিলাদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি। মিতালি ১৯৯৯ সালে ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। ৩৯ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানান তিনি।
২৩ বছরের কেরিয়ার তাঁর। ২৩২টি ম্যাচে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ৭৮০৫ রান করেছেন। মিতালি ১২টি টেস্ট ম্যাচও খেলেছেন। ১৯টি ইনিংসে ৪৩.৬৮ গড়ে ৬৯৯ রান করেছেন।
advertisement
আরও পড়ুন- যেন স্কুলের দুই পুরনো বন্ধুর দেখা! পাক কিংবদন্তিকে জড়িয়ে ধরলেন কোহলি
৮৯ টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তাঁর ২৩৬৪ রান রয়েছে। গড় ছিল ৩৭.৫২। ওয়ানডেতেও আট উইকেট নিয়েছেন মিতালি। ওয়ানডে ক্রিকেটে মিতালির নামে সাতটি সেঞ্চুরি ও ৬৪টি অর্ধশতক রয়েছে। তিনিই একমাত্র মহিলা ব্যাটসম্যান যিনি টেস্টে ভারতের হয়ে ডাবল সেঞ্চুরি করেছেন। ২০০২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২১৪ রান করেছিলেন। এটি মহিলাদের ক্রিকেটে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
advertisement
৩৯ বছর বয়সী মিতালি টিম ইন্ডিয়ার হয়ে ১০ হাজার রান করেছেন। ভারতীয় দলের হয়ে ছটি বিশ্বকাপ খেলেছেন তিনি। সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার নিরিখে নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডেবি হকলি এবং ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডসকে পেছনে ফেলেছেন মিতালি।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিজেপিতে যোগ দিচ্ছেন মিতালি রাজ! প্রাক্তন ক্রিকেটারের ছবি ঘিরে জল্পনা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement