Manipur Violence: 'মণিপুরে আগের শান্তি ফিরিয়ে দিন', আমেরিকা থেকে মোদী-শাহ-র কাছে আবেদন মীরাবাই চানুর
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Manipur Violence: মণিপুরে কুকি ও মেইতেই গোষ্ঠীর মধ্যে হিংসার ঘটনায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। ঘরছাড়া ৫০ হাজারের বেশি মানুষ। এখনও হিংসা থামার কোনও নাম নেই। হিংসা বন্ধ করতে নরেন্দ্র মোদী ও অমিত শাহের কাছে আবেদন জানালেন মীরাবাই চানু।
মণিপুরে কুকি ও মেইতেই গোষ্ঠীর মধ্যে হিংসার ঘটনায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। ঘরছাড়া ৫০ হাজারের বেশি মানুষ। এখনও হিংসা থামার কোনও নাম নেই। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের লাগাতার হিংসা নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন মহল। ক্রীড়া মহলের তরফ থেকেও আসছে প্রতিক্রিয়া। ভারতীয় পুরুষ ও মহিলা ফুটবল দলের তারকা জিকসন সিং ও বালা দেবীর পর মণিপুরে শান্তি ফেরানোর দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন জানালেন অলিম্পিক্স পদক জয়ী মীরাবাই চানু।
বর্তমানে আমেরিকায় রয়েছেন মীরাবাই চানু। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় এক়টি ১ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন তারকা ভারত্তোলক। ভিডিওতে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন করে বলেছেন,”মণিপুরে ৩ মাসের বেশি সময় ধরে হিংসা চলছে। যা কোনওভাবেই থামার নাম নেই। এই হিংসায় প্রচুর মানুষের প্রাণ গিয়েছে। বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। অনেক মানুষ ঘরছাড়া। এই হিংসাক কারণে পড়ুয়ারা পড়াশোনা করতে পারছে না, খেলোয়াড়রা অনুশীলন করতে পারছে না। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন, মণিপুরে যে লড়াই চলছে তা যত দ্রুত সম্ভব থামান এবং মণিপুরের মানুষকে বাঁচান।আগের শান্তি ফিরিয়ে দিন।”
advertisement
I request Hon’ble Prime Minister @narendramodi_in sir and Home Minister @AmitShah sir to kindly help and save our state Manipur. 🙏🙏 pic.twitter.com/zRbltnjKl8
— Saikhom Mirabai Chanu (@mirabai_chanu) July 17, 2023
advertisement
advertisement
প্রসঙ্গত, এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য বর্তমানে আমেরিকায় রয়েছেন মীরাবাই চানু। আর একবার দেশকে আন্তর্জাতিক মঞ্চে সাফ্যল্য এনে দিতে তৈরি হচ্ছেন তিনি। বিদেশে থাকলেও নিজের জন্মভূমির বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন মীরাবাই চানু। শেয়ার করা ভিডিও প্রতিটি মুহূর্তে বোঝা যাচ্ছিল মণিপুরের হিংসা নিয়ে কতটা চিন্তিত তিনি। দ্রুত এই লড়াইয়ের শেষ দেখতে চান মীরাবাই চানু।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2023 3:50 PM IST