টেস্টের পাশাপাশি এমসিজি-তে চলছে ‘কিস ক্যাম’ খেলাও ! সেটা কী ? দেখে নিন
Last Updated:
#মেলবোর্ন: মেলবোর্নে জয়ের গন্ধ পাচ্ছে ভারত ৷ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে ১-২-তে এগিয়ে যাওয়ার এখন সুবর্ন সুযোগ ভারতের সামনে ৷ কিন্তু খেলার পাশাপাশি এখন অন্য ‘খেলা’-ও চলছে এমসিজি-তে ৷ সেটা হল ‘কিসিং ক্যাম’ গেম ৷ নামটা শুনেই হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছেন, খেলাটা ঠিক কী ৷ হ্যাঁ, মাঠের মধ্যেই এখন কিসিং খেলায় মেতেছেন যুগলরা ৷
কিসিং ক্যাম খেলা এখন অনেক দেশেই বিভিন্ন খেলায় দেখা যায় ৷ মাঠে খেলা দেখতে এসে চুম্বনরত যুগলদের ক্যামেরাবন্দী করা হয় ৷ ক্রিকেটেও বেশ ক’দিন হল এই ‘খেলা’র আবির্ভাব হয়েছে ৷ মেলবোর্নে শুক্রবার এমন দৃশ্যই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ দর্শকাসনে চুম্বনরত যুগলদের ক্যামেরা বন্দি করে স্টেডিয়ামের বড় পর্দায় তুলে ধরাটাই এখন নতুন ট্রেন্ড ৷ এমসিজি-তে ঠিক কী ঘটল, দেখে নিন ৷
advertisement
Kiss cam #INDvAUS pic.twitter.com/JytSxk6A77
— சுரேசு (@SoonaaPaanaa) December 26, 2018
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 29, 2018 8:53 AM IST