MB Wins IFA Shield: আইএফএ শিল্ড ফাইনালের রুদ্ধশ্বাস ডার্বির পেনাল্টি শ্যুটআউট নাটকে ভরা, কোন স্ট্র্যাটেজিতে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান, ২২ বছর বাদে শিল্ড সবুজ মেরুনের

Last Updated:

MB Wins IFA Shield: নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১, পেনাল্টি শ্যুটআউটে ইস্টবেঙ্গলকে হারিয়ে মোহনবাগানের হয়ে খেলার ফল দাঁড়ায় ৫-৪৷

মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল আইএফএ শিল্ড ডার্বি ফাইনালে জয় সবুজ-মেরুনের
মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল আইএফএ শিল্ড ডার্বি ফাইনালে জয় সবুজ-মেরুনের
কলকাতা: শনিবাসরীয় ডার্বিতে রুদ্ধশ্বাস টানটান ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে মোহনবাগান জিতল৷ কলকাতার সল্টলেক স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ৫-৪ গোলে পেনাল্টিতে হারিয়ে ২২ বছরের মধ্যে প্রথম আইএফএ শিল্ড জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট। নির্ধারিত সময়ে খেলা ছিল ১-১৷  অতিরিক্ত সময়ের পর খেলাটি ১-১ গোলেই শেষ হয়, এরপর পেনাল্টি শুটআউটে গড়ায় আইএফএ শিল্ড ফাইনালের ডার্বি৷  মোহনবাগান এদিন ইস্টবেঙ্গলকে ৫-৪ গোলে হারাল৷  ২০০৩ সালের পর ২২ বছরের খরা কাটিয়ে মোহনবাগানের প্রথম আইএফএ শিল্ড শিরোপা যা সমর্থকদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে দিয়েছে।
এদিন যুবভারতী  স্টেডিয়ামে ৩৭ মিনিটে মরক্কোর ফরোয়ার্ড হামিদ আহাদাদ ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন, কিন্তু মোহনবাগানের মিডফিল্ডার আপুইয়া হাফ টাইমের অতিরিক্ত সময়ের শুরুতেই এক অসাধারণ গোল করে সমতা ফেরান। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে৷
এদিকে মোহনবাগানের স্ট্রাইকার জেসন কামিংস নির্ধারিত সময়ের খেলায় মোহনবাগানের পাওয়া পেনাল্টি মিস করেন৷ এদিকে খেলা নির্ধারিত সময়ে ১-১ থাকার পরে এক্সট্রা টাইমেও দু পক্ষের কোনও দলই বিপক্ষের গোলমুখ খুলতে ব্যর্থ হয়৷  ইস্টবেঙ্গল পেনাল্টি শ্যুটআউটের আগে জন্য গোলরক্ষক পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়৷
advertisement
advertisement
টিম ম্যানেজমেন্টের বড়সড় সিদ্ধান্ত- ইস্টবেঙ্গল নিয়মিত গোলরক্ষক প্রভুসুখন গিলকে সরিয়ে পেনাল্টি শুটআউটের জন্য অভিজ্ঞ পেনাল্টি বিশেষজ্ঞ দেবজিৎ মজুমদারকে গোলদুর্গ সামলানোর দায়িত্ব দেন৷ যা ম্যাচকে আরও নাটকীয়তায় মুড়ে দেয়৷ এদিন পেনাল্ট শ্যুট আউটে ইস্টবেঙ্গল প্রথমে কিক করে৷
advertisement
প্রথম কিকের পর পেনাল্টি শুটআউটে ১-১ দাঁড়ায়। ইস্টবেঙ্গলের হয়ে মিগুয়েল ফিগুয়েরা গোল করেন, আর মোহনবাগানের হয়ে রবসন গোল করেন। দেবজিৎ মজুমদার রবসনের কিকের জন্য সঠিক অনুমান করেছিলেন এবং গোলও প্রায় বাঁচিয়ে দিচ্ছিলেন কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি৷
তিনটি করে পেনাল্টির পরও স্কোর সমান-সমান ছিল৷ দুই দলই প্রতিটি পেনাল্টি থেকেই গোল করেছিল। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছেন কেভিন সিবিল এবং নাওরেম মহেশ। মোহনবাগানের হয়ে গোল করেন মনবীর সিং এবং লিস্টন কোলাকো। কোলাকোর পেনাল্টিটি দুর্দান্ত ছিল৷
advertisement
গুপ্তার মিস – কাইথের সেভ
বিশাল কাইথের হাত মোহনবাগানকে পেনাল্টি শ্যুটআউটে এগিয়ে দেন৷  লেফট-ব্যাক জয় গুপ্তা ইস্টবেঙ্গলের গোল করতে ব্যর্থ হলেন। মোহনবাগানের নম্বর ১ গোলকিপার অসাধারণ ডাইভিং সেভ করলেন। মোহনবাগানের হয়ে ডিমি পেট্রাটোস এগিয়ে দিতে ভুল করেননি এবং গোল করে দলেক এগিয়ে দেন৷  মোহনবাগান অ্যাডভানটেজ পায় – তারা ৪-৩ ব্যবধানে এগিয়ে। এরপর মেহতাব সিং দেবজিৎ মজুমদারকে ভুল পথে পাঠান, এবং মোহনবাগান পেনাল্টিতে ইস্টবেঙ্গলকে ৫-৪ গোলে হারিয়েছে। জয় গুপ্তার মিস, বিশাল কৈথের সেভ শেষের নির্ণায়ক মুহূর্তটি।
advertisement
আইএফএ শিল্ডের মুখোমুখি লড়াইয়ে বাগান এবং ইস্টবেঙ্গলের রেকর্ড ছিল ২১-৭। শনিবারের এই জয়ের অর্থ হল মেরিনার্স স্কোর ঠিক করার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল, টুর্নামেন্টে ২৯টি কলকাতা ডার্বিতে তাদের অষ্টম জয়।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
MB Wins IFA Shield: আইএফএ শিল্ড ফাইনালের রুদ্ধশ্বাস ডার্বির পেনাল্টি শ্যুটআউট নাটকে ভরা, কোন স্ট্র্যাটেজিতে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান, ২২ বছর বাদে শিল্ড সবুজ মেরুনের
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement