Mohammed Shami On Agarkar: ‘ওকে যা খুশি বলতে দাও’ বল হাতে ফের একবার কড়া উত্তর শামির, রনজিতে বাংলার বড় জয়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Mohammed Shami On Agarkar: মহম্মদ শামি উত্তরখন্ডের বিরুদ্ধে ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছেন পাশাপাশি বাংলা ৮ উইকেটে জিতেছে৷
: ভারতের তারকা পেসার মহম্মদ শামি বলেছেন যে প্রধান নির্বাচক অজিত আগারকর তাঁর ফিটনেসের দিক থেকে 'যা খুশি' বলতে পারেন, কিন্তু তাঁর পারফরম্যান্স সবার সামনেই রয়েছে৷ এই বাগবিতন্ডার কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ওয়ানডে দলে তাঁকে না রাখা৷ যার জেরে কয়েক সপ্তাহ ধরে দু'জনের মধ্যে ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে। রনজি ট্রফিতে বাংলার জার্সিতে খেলছেন শামি, যিনি উত্তরাখণ্ডের বিরুদ্ধে বাংলার ম্যাচে দারুণ পারফর্ম করেছেন৷ তিনি আগারকরের মন্তব্যকে উড়িয়ে দেন। মহম্মদ শামি উত্তরখন্ডের বিরুদ্ধে ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছেন পাশাপাশি বাংলা ৮ উইকেটে জিতেছে৷
advertisement
advertisement
advertisement
রনজি ট্রফির বাংলার প্রথম ম্যাচে উত্তরাখণ্ডের প্রথম ইনিংস শেষ করে দেন এই তারকা ভারতীয় পেসার। এদিকে দ্বিতীয় ইনিংসেও তিনি ৪ উইকেট নেন৷ শামি বলেছেন, "ওকে যা খুশি বলতে দাও। তুমি দেখেছো আমি কেমন বোলিং করেছি। এটা তোমার চোখের সামনেই আছে৷ " তৃতীয় দিনের খেলা শেষে ইডেন গার্ডেনে সংবাদমাধ্যমকে শামি বলেন। এক ওভারেই শেষ তিনটি উইকেট নিয়ে বাংলার বিপক্ষে জয় তুলে নেন তিনি। প্রথম ইনিংসে এগিয়ে যান বাংলা।
advertisement
advertisement