Maria Sharapova becomes mother : মা হলেন মারিয়া শারাপোভা, জানালেন সন্তানের নামও

Last Updated:

Maria Sharapova becomes mother : ইনস্টগ্রামে তাঁর পোস্টে শারাপোভা এও জানিয়েছেন গত ১ জুলাই তাঁর সন্তান ভূমিষ্ঠ হয়েছে

Maria Sharapova becomes mother
Maria Sharapova becomes mother
এ বার মাতৃ্ত্বের ভূমিকায় প্রাক্তন টেনিস তারকা মারিয়া শারাপোভা ৷ পাঁচ বারের গ্র্যান্ডস্ল্যামজয়ী এবং বিশ্বের প্রাক্তন ১ নম্বর মহিলা টেনিস নিজেই জানিয়েছেন জীবনের নতুন অধ্যায়ের কথা ৷ শুক্রবার তিনি জানান, সদ্যোজাত পুত্রের নাম রেখেছেন ‘থিওডোর’৷ ২০২০ সালের ডিসেম্বরে ৩৫ বছর বয়সি শারাপোভা এবং ৪২ বছরের ব্রিটিশ ব্যবসায়ী আলেকজান্ডার গিলকেস তাঁদের বাগদানের কথা ঘোষণা করেন ৷
ইনস্টগ্রামে তাঁর পোস্টে শারাপোভা এও জানিয়েছেন গত ১ জুলাই তাঁর সন্তান ভূমিষ্ঠ হয়েছে ৷ তারকার কথায়, ‘‘সবথেকে সুন্দর, চ্যালেঞ্জিং উপহার যা আমার পরিবার চাইতে পারত, তা-ই পেয়েছে৷’’
প্রসঙ্গত গত এপ্রিলে শারাপোভা জানান তিনি অন্তঃসত্ত্বা৷ তিনি বিশ্বের ১০ জন মহিলা টেনিস তারকার মধ্যে একজন যিনি চারটে বড় সিঙ্গলস খেতাব অন্তত এক বার জিতে গ্র্যান্ডস্লাম খেতাব সম্পন্ন করেছেন ৷ ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন জয়ী হন শারাপোভা৷ ২০০৬ সালে ইউএস ওপেন, ২০০৮-এ অস্ট্রেলিয়ান ওপেন এবং ২০১২ ও ২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেন খেতাব জয়ী হন তিনি ৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন :   গতির আগুনে রবিবার ভারতকে দেখে নেওয়ার হুমকি দিয়ে রাখলেন ভয়ানক ইংলিশ পেসার
শুধু গ্র্যান্ডস্লামই নয়৷ অলিম্পিক্স পদক থেকেও বঞ্চিত নন শরাপোভা৷ ২০১২ লন্ডন অলিম্পিক্সে তিনি রুপো পান ৷ পরাজিত হন সেরেনা উইলিয়ামসের কাছে৷
বাংলা খবর/ খবর/খেলা/
Maria Sharapova becomes mother : মা হলেন মারিয়া শারাপোভা, জানালেন সন্তানের নামও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement